বাড়ি ভাড়া, ঘর ভাড়া এমনকি, একই ঘরের অন্য দিক ভাড়াও শুনেছেন এতদিনে। জিনিসপত্রের দাম যেখানে উর্ধ্বমুখী সেখানে টিঁকে থাকতে সমঝোতা তো করতেই হয়। সেই সমঝোতায় অনেক সময় বিলিয়ে দিতে হয় ব্যক্তিগত পরিসরও। তবে সম্প্রতি এক মহিলা চমকে দিয়েছেন তাঁর সমঝোতা বহর দিয়ে। তিনি তাঁর বিছানার অর্ধেক ভাড়া দিতে চেয়েছেন প্রায় আধা লাখ টাকার বিনিময়ে।
গত মাসেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকের মার্কেটপ্লেসে। কানাডার টরোন্টোর একটি বাড়ির বাসিন্দা ওই মহিলা। তিনিই সবিস্তার জানিয়েছেন তাঁর প্রয়োজনের কথা। ৯০০ কানাডিয়ান মুদ্রার বদলে নিজের মাস্টার বেডরুম (বড় শয়নকক্ষ)-এর ক্যুইন সাইজ বেড (যা বিছানার সাধারণ মাপের তুলনায় অনেকটাই বড়)-এর অর্ধেক ভাড়া দিতে চেয়েছেন তিনি। এ-ও জানিয়েছেন, এর আগেও একজনের সঙ্গে বিছানা ভাগ করে নিয়েছেন তিনি এবং সেই বিছানা সঙ্গী কখনও তাঁকে নিয়ে কোনও অভিযোগ করেননি।
এই সেই বিজ্ঞাপন।
ওই মহিলা নিজের পরিচয়ও দিয়েছেন। তাঁর নাম আনিয়া এটিঙ্গার। তিনি এ-ও জানিয়েছেন তাঁর ঘর থেকে হ্রদের দৃশ্য দেখা যায়। বাড়িটিও শহরের কোলাহলের বাইরে কিছুটা শহরতলি ঘেঁষা এলাকায়। আর এই ঘরের বিছানা ভাগ করে নেওয়ার জন্য প্রতি মাসে ৯০০ কানাডিয়ান মুদ্রা দিতে হবে ভাড়াটিয়াকে। ভারতীয় মুদ্রায় যা ৫৪ হাজার ৭৯০টাকার সমান। আনিয়া অবশ্য বলেছেন তিনি তাঁর বিছানা সঙ্গী হিসাবে একজন সহজ-সরল মহিলাকেই পেতে চান।