রাস্তা নোংরা করার খুব ‘শিক্ষা’ পেলেন মহিলা। নোংরা ভর্তি যে প্যাকেটটা রাস্তায় ছুড়ে ফেলেছিলেন, ঘুরিয়ে সেটাই গিয়ে পড়ল তাঁর গায়ে! সম্প্রতি এমনই একটা ভিডিয়োকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটা চিনের বেজিংয়ে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেজিংয়ের ঝাঁ চকচকে রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। গাড়িটার কাচ নামিয়ে আচমকাই রাস্তায় আবর্জনার একটি প্যাকেট ছুড়ে ফেলেন এক মহিলা। এতক্ষণ সব ঠিকই ছিল। কিন্তু রাস্তা নোংরা করার জন্য তাঁর যে এমন একটা মোক্ষম জবাব পাওনা ছিল, তা কি তিনি জানতেন?
ওই গাড়িটার পিছনে একটা মোটরসাইকেলও দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলে চালকও এক মহিলা।
A female motorcyclist picked up a garbage bag that thrown out by a driver in #Beijing and threw it back inside the vehicle pic.twitter.com/xbxPcQkQJH
— CGTN (@CGTNOfficial) September 23, 2018
সামনের গাড়ির এমন কাণ্ড-কারখানা দেখে মোটরসাইকেলে চালু করে গাড়িটার পাশে গিয়ে দাঁড়ান তিনি। রাস্তা থেকে প্যাকেটটা তুলে নিয়ে ছুড়ে দেন গাড়ির ভিতরে বসে থাকা মহিলার উপরে।
আরও পড়ুন: প্রতিটি স্তনেরই নিজস্ব গল্প আছে, বলছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা
যতক্ষণে গাড়ির দরজা খুলে মহিলা বেরিয়ে এসেছেন, ততক্ষণে মোটরবাইক নিয়ে তাঁর নাগালের বাইরে চলে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: বৃষ্টি নামাতে টায়ার, গাছের ডাল, নুন পোড়ানোর নির্দেশ শোলাপুরের জেলাশাসকের
সম্প্রতি অনুষ্কা শর্মাকেও এমন ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছে। মুম্বইয়ের রাস্তায় প্ল্যাস্টিক ছুড়ে ফেলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে প্রতিবাদ জানান অনুষ্কাও। পুরো ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন বিরাট কোহালি।
অনুষ্কার সেই ভিডিয়ো:
Saw these people throwing garbage on the road & pulled them up rightfully. Travelling in a luxury car and brains gone for a toss. These people will keep our country clean? Yeah right! If you see something wrong happening like this, do the same & spread awareness. @AnushkaSharma pic.twitter.com/p8flrmcnba
— Virat Kohli (@imVkohli) June 16, 2018