Advertisement
১৮ মে ২০২৪
Xi Jinping

Droupadi Murmu: আস্থা বাড়াতে চাই, দ্রৌপদীকে শি

রাশিয়ার পরে এ বার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন বার্তা পাঠালেন ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৭:৫৩
Share: Save:

রাশিয়ার পরে এ বার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন বার্তা পাঠালেন ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় গত দু’বছর ধরে টানাপড়েন চলছে ভারত এবং চিনের মধ্যে। সেনা ফিরিয়ে নেওয়ার কোনও ইঙ্গিতই দিচ্ছে না বেজিং। এই পরিপ্রেক্ষিতে আজ তাৎপর্যপূর্ণ ভাবে শি তাঁর বার্তায় বলেছেন, ‘‘দু’দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, প্রত্যক্ষ সহযোগিতা তৈরি করতে এবং মতপার্থক্য কমাতে আমি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলিত ভাবে পদক্ষেপ করতে প্রস্তুত।’’ কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে কি বিশেষ কোনও বার্তা দিয়ে রাখলেন চিনের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক শি জিনপিং? তিনি আরও বলেছেন, ভারত এবং চিন দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই অঞ্চলের এবং গোটা বিশ্বের শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে দুই দেশের ভূমিকা অপরিসীম। এই দুই দেশের বিকাশের সঙ্গে তাদের মৌলিক স্বার্থ জড়িত। দরকার একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরির। নতুন রাষ্ট্রপতিকে ‌অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Xi Jinping
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE