Advertisement
০১ মে ২০২৪

ইয়েমেনের মসজিদে বিস্ফোরণ, নিহত ২৫

ইদের আগে নমাজ চলাকালীন মসজিদে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। সে সময়ই পর পর দু’বার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। প্রাণ হারিয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঘটনাটি ঘটেছে।

সংবাদ সংস্থা
সানা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৫
Share: Save:

ইদের আগে নমাজ চলাকালীন মসজিদে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। সে সময়ই পর পর দু’বার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। প্রাণ হারিয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন ১২ জনেরও বেশি। শিয়াপন্থীদের উদ্দেশ্য করেই এই হামলা ঘটানো হয়েছে বলে অনুমান। অনলাইন একটি বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নমাজের জন্য সানার বালিলি মসজিদে হাজির হয়েছিলেন বহু মানুষ। প্রথম বিস্ফোরণের পর এক আত্মঘাতী জঙ্গি মসজিদের প্রবেশদ্বারে দ্বিতীয় বিস্ফোর়ণ ঘটায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

উল্লেখ্য, ইরাক এবং সিরিয়ার বিস্তৃত এলাকা দখল নেওয়া জঙ্গি গোষ্ঠী আইএসআইএল গত কয়েক মাসে সানায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

তবে এ বার প্রথম নয়। গত জুনে কুয়েত সিটির একটি শিয়া মসজিদে হামলা চালায় আইএস। সে বার প্রাণ হারান ২৭ জন। জখম হন ২২৭ জনেরও বেশি মানুষ। সেই হামলাও ঘটেছিল সকালের নমাজ চলাকালীন। এর পর অগস্টে সৌদি আরবের একটি মসজিদে আইএসের আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারান ১৩ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yemen suicide bombing Sanaa mosque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE