Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাস্তায় এ কোন অতিথি!

সকালের ব্যস্ত সময়। সকলেই শশব্যস্ত হয়ে ছুটছেন গন্তব্যস্থলের দিকে। চারিদিকে গাড়ির হর্নের আওয়াজে কান পাতা দায়। কিন্তু রাস্তায় গাড়ি নট নড়ন চড়ন। মুহূর্তে সকলেই অবাক। ঘটনাস্থল রবিবারের সকাল মার্কিন মুলুকের ফিলাডেলফিয়া।

তখন জেব্রাদের দখলে ফিলাডেলফিয়ার রাস্তা। ছবি: টুইটার।

তখন জেব্রাদের দখলে ফিলাডেলফিয়ার রাস্তা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৫:২৯
Share: Save:

সকালের ব্যস্ত সময়। সকলেই শশব্যস্ত হয়ে ছুটছেন গন্তব্যস্থলের দিকে। চারিদিকে গাড়ির হর্নের আওয়াজে কান পাতা দায়। কিন্তু রাস্তায় গাড়ি নট নড়ন চড়ন। মুহূর্তে সকলেই অবাক। ঘটনাস্থল রবিবারের সকাল মার্কিন মুলুকের ফিলাডেলফিয়া।

কেন হঠাত্ থমকে দাঁড়িয়ে গাড়ির সারি?

ফিলাডেলফিয়ার রাস্তায় এসে হঠাত্ই হাজির হয় দু’টি জেব্রা। জেব্রা দু’টি স্থানীয় একটি সার্কাসের তাঁবু থেকে পালিয়ে যায়। পালিয়ে রাস্তায় গিয়ে হাজির হয় নতুন অতিথিরা। ঘণ্টাখানেক এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়ায় তারা। তাদের আনন্দে বাধা হয়ে দাঁড়াননি ফিলাডেলফিয়ার বাসিন্দারাও। জেব্রা দু’টির যাতে কোনও অসুবিধা না হয় তাই গাড়িও চালাননি কেউ। থমকে থাকে ট্রাফিক। ‌ঘণ্টা খানেক পর পুলিশ এসে উদ্ধার করে প্রাণী দু’টিকে। জেব্রা দু’টি অক্ষত আছে বলে টুইটারে জানিয়েছে ফিলাডেলফিয়ার পুলিশ। ফিলাডেলফিয়ার রাস্তায় জেব্রা দেখতে ক্লিক করুন নীচের ভিডিওটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

zebra philadelphia roaming streets
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE