Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lion

কতটা শক্তিশালী আপনি? সিংহকে টাগ অব ওয়ারে হারাতে পারবেন?

কিন্তু ভেবে দেখুন তো, এই খেলায় আপনার প্রতিপক্ষ যদি হয় সিংহ? কেমন হবে পশুরাজের সঙ্গে সেই লড়াই?

পশুরাজ সিংহ। ছবি শাটাকস্টকের সৌজন্যে।

পশুরাজ সিংহ। ছবি শাটাকস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৪
Share: Save:

স্কুল বা কলেজ, এমনকি অফিস স্পোর্টসেরও অন্যতম সেরা আকর্ষণ টাগ অব ওয়ার। দড়ি টানাটানির এই ‘যুদ্ধ’ জয়ের মজাটাই আলাদা। কিন্তু ভেবে দেখুন তো, এই খেলায় আপনার প্রতিপক্ষ যদি হয় সিংহ? কেমন হবে পশুরাজের সঙ্গে সেই লড়াই?

সম্প্রতি চিড়িয়াখানার দর্শকদের জন্য এ রকমই এক প্রতিযোগিতার আয়োজন করল ইংল্যান্ডের ডার্টমুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে গিয়ে ১৫ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩০০ টাকা দিলেই আপনি সিংহের সঙ্গে দড়ি টানাটানি খেলতে পারবেন।

ওই চিড়িয়াখানায় সিংহের খাঁচার মধ্যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে মাংসের বড় একটি টুকরো। খাঁচার বাইরের দিকে দড়ির অন্যপ্রান্ত ধরে রয়েছেন দড়ি টানাটানি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। খাঁচায় থাকা সিংহ মাংসের টুকরো মুখে তুলে নিয়েই শুরু হয়ে যাচ্ছে দড়ি টানাটানি খেলা।

বন্যপ্রাণীর খাবার নিয়ে এ ধরনের বিনোদন কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ইংল্যান্ডের কিছু পশুপ্রেমী সংগঠন ইতিমধ্যেই এই খেলা বন্ধ করার জন্য পিটিশন জমা দিয়েছে। সেই পিটিশনে স্বাক্ষরও করেছেন বহু মানুষ। পিটিশন শুরুর উদ্যোক্তা সুই ডেলি বলেছেন, “এই ধরনের খেলার মাধ্যমে বন্য প্রাণীদের অবমাননা করা হচ্ছে।’’ অবিলম্বে এই খেলা বন্ধের দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শব্দের থেকেও বেশি গতিতে উড়ল যাত্রীবাহী বিমান!

তবে চাপের মুখে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাফাই, বন্য প্রাণীদের বু্দ্ধির চর্চা ও মজার জন্যই এই প্রতিযোগিতা শুরু করা হয়। এর থেকে প্রাপ্ত অর্থ বন্য প্রাণীদের উন্নতিকল্পেই ব্যবহৃত হচ্ছে বলে দাবি ডার্টমুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

আরও পড়ুন: ৫৩ ঘণ্টা হেঁটে মুক্তির পথে ইয়েজ়িদি তরুণী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zoo Lion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE