Advertisement
২১ মে ২০২৪

দেশ ছাড়ার ছাড়পত্র মুশারফকে

প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের দেশের বাইরে যেতে আর কোনও বাধা রইল না। বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুশারফের উপর থেকে সরকার যেন এই নিষেধাজ্ঞা তুলে নেয়। বিচারপতি মহম্মদ আলি মাজহার এবং শাহনাওয়াজের নেতৃত্বাধীন বেঞ্চের সুপারিশ, এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে মুশারফের নাম তুলে দেওয়া হোক। ১৫ দিনের মধ্যে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে। তত দিন মুশারফ দেশ ছাড়তে পারবেন না।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ০২:৪৯
Share: Save:

প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের দেশের বাইরে যেতে আর কোনও বাধা রইল না। বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুশারফের উপর থেকে সরকার যেন এই নিষেধাজ্ঞা তুলে নেয়। বিচারপতি মহম্মদ আলি মাজহার এবং শাহনাওয়াজের নেতৃত্বাধীন বেঞ্চের সুপারিশ, এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে মুশারফের নাম তুলে দেওয়া হোক। ১৫ দিনের মধ্যে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে। তত দিন মুশারফ দেশ ছাড়তে পারবেন না।

চার বছরের স্বেচ্ছা নির্বাসনের পরে গত বছরের মার্চে দেশে ফিরে আসেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। ২০০৭ সালের নভেম্বরে পাকিস্তানে জরুরি অবস্থা আরোপ করে সংবিধান বাতিল করার দায়ে অভিযুক্ত মুশারফ। এ ছাড়া, বেশ কয়েক জন শীর্ষ বিচারককে আটক করে রাখার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযোগের আঙুল ওঠে মুশারফের দিকে। দেশদ্রোহিতার অভিযোগে গৃহবন্দি করা হয় তাঁকে এবং দেশের বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়। দুবাইয়ে অসুস্থ মা-কে দেখতে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুশারফ। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ হাইকোর্ট এই নির্দেশ জারি করেছে।

দেশ ছাড়ার সুযোগ পেলে মুশারফ আর দেশে ফিরে আসবেন না বলে এত দিন আদালতে অভিযোগ করেছিল পাক সরকার। আজ আদালতের নির্দেশ শুনে মুশারফের আইনজীবী ফারোগ নাসিম বলেন, “আমার মক্কেলের পাকিস্তানে ফিরে না আসার কোনও উদ্দেশ্য নেই।’’ দেশদ্রোহিতা-সহ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অতীতে বারবার অস্বীকার করেন মুশারফ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pervez musharaf karachi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE