ঢাকার কল্যাণপুরে নিহত এবং ধৃত জঙ্গিরা সবাই জেএমবির (জামাত-উল-মুজাহিদিন) সদস্য। আইএস যোগের তত্ত্ব আবারও উড়িয়ে দিল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেন, ‘আমরা মনে করি, এগুলো সব জেএমবির লোক। ওরা দাবি করে, আমরা আইএসের লোক। কিন্তু আইএসের সঙ্গে আমরা কোনও যোগ আমরা খুঁজে পাইনি। এরা সব বাংলাদেশেরই স্থানীয় জঙ্গি।’
অভিযানে নিহত ন’জনের বিষয়ে আইজিপি বলেন, ‘গুলশান ঘটনা জেএমবির যে গ্রুপ করছে, আমরা মনে করি কল্যাণপুরের জঙ্গিরাও সেই গ্রুপের লোক। তাদের পোশাক-আশাক দেখে তেমনটাই মনে হচ্ছে।’
আরও পড়ুন:ঢাকার বুকে জঙ্গি ডেরায় অভিযান, হত ৯
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মধ্যরাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় কল্যাণপুরের এক বাড়িতে হানা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা পুলিশ এবং সোয়াত। খবর ছিল এই বাড়িতে লুকিয়ে আছে জঙ্গিরা। সকাল পর্যন্ত চলা এই অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।