ইলিশের প্রজনন মরসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনব্যাপী ইলিশ-সহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। দেশের ২৭টি জেলার নদ-নদী এবং উপকূলে বুধবার থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এই সময়ে নদী ও উপকূলীয় অঞ্চলে মাছের মৎস্য আড়ৎ, মাছ মজুদ, পরিবহণ ও বিক্রি বন্ধ থাকবে।
মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা টাস্ক ফোর্স সব মৎস্য আড়ত ও জেলে পাড়ায় মা ইলিশ রক্ষার জন্য সতর্ক করে ব্যানার লাগিয়েছে। এ বিষয়ে সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজননক্ষেত্র চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালী পয়েন্ট ও চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডামারা পয়েন্ট পর্যন্ত মোট ৭ হাজার বর্গকিলোমিটার এলাকার সীমানা-সহ আরও ২৭ জেলায় ইলিশ শিকার বন্ধ থাকবে।
বাংলাদেশে ইলিশ বিচরণের অন্যতম ক্ষেত্র চাঁদপুরের উত্তর উপজেলার ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৬০ কিলোমিটার বিস্তীর্ণ নদীসীমানাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। সরকারি এক বিজ্ঞাপনে বলা হয়েছে ইলিশের প্রজনন মরসুম হিসেবে আশ্বিনের ভরা পূর্ণিমার আগের ৪ দিন, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের ১৭ দিন, মোট এই ২২ দিন প্রজনন সক্ষম ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে এবং মোহনায় উঠে আসে।
আর চলতি বছরে এ প্রজনন মৌসুম হচ্ছে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর। এ সময় ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন মা ইলিশ নিধন, আহরণ, পরিবহণ, বাজারজাত করা, ক্রয়-বিক্রয় ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে ইলিশ সংরক্ষণ আইনে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বোচ্চ সাজা ২ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থ জরিমানা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ সফিকুর রহমান জানান, ইলিশ রক্ষা কার্যক্রম সফল করার লক্ষে জেলে ও জনগণকে সচেতন করতে চাঁদপুরের নদী তীরবর্তী এলাকায় এর মধ্যেই একাধিক সভা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে এই ২২ দিন চাঁদপুরের ৪১ হাজার জেলে সরকার থেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা পাবেন।
ইলিশ শিকার নিষেধাজ্ঞার আওতায় থাকা ২৭টি জেলা হচ্ছে—চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার নদনদী।
আরও পড়ুন:
খুলনায় মাইকে ঘোষণা করে ইলিশ বিক্রি