Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International

প্রত্যাশা ছাপিয়ে সাফল্য, বাংলাদেশে বৃদ্ধির হার এই প্রথম সাত পেরলো

অর্থনৈতিক ভিত সবল থেকে সবলতর হচ্ছে বাংলাদেশের। সারা পৃথিবী থেকেই এর স্বীকৃতি মিলছে। এ বার প্রত্যাশা ছাপিয়ে গেল বৃদ্ধির হার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার সাত শতাংশের ঘর অতিক্রম করল।

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ১৩:২৬
Share: Save:

অর্থনৈতিক ভিত সবল থেকে সবলতর হচ্ছে বাংলাদেশের। সারা পৃথিবী থেকেই এর স্বীকৃতি মিলছে। এ বার প্রত্যাশা ছাপিয়ে গেল বৃদ্ধির হার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার সাত শতাংশের ঘর অতিক্রম করল। ২০১৫-১৬ অর্থবছরের চূড়ান্ত হিসেবে জিডিপি বৃদ্ধির হার ৭.১১ শতাংশ। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.০৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫৫ শতাংশ। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই রিপোর্ট দেন।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, শিল্প ক্ষেত্রে বৃদ্ধির উপর ভর করে বিগত অর্থবছরের জিডিপির আকার ৭ শতাংশের গণ্ডি পেরিয়েছে। গত অর্থবছর শিল্প ক্ষেত্রের বৃদ্ধি ৯.৬ সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১.০৯ শতাংশ। তবে ২০১৫-১৬ অর্থবছরে কমেছে কৃষি ক্ষেত্রের বৃদ্ধি।
মুস্তাফা কামাল জানান, ২০১৫ সালের অর্থবছরের মাথা পিছু আয় এক ডলার কমে ১ হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে।
অন্য দিকে, গত নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্বব্যাংক বলেছিল, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি বৃদ্ধি অর্জিত হতে পারে। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছিল বাংলাদেশ ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

আরও পড়ুন:
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'কায়ান্ট', বাংলাদেশে সতর্কতা জারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GDP Mustafa Kamal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE