পশ্চিমবঙ্গ বাদে আজ আরও চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে একটিই বড় রাজ্য রাজস্থান। সেখানে কমপক্ষে ৪২ লক্ষ ভোটদাতার নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। মরু রাজ্য ছাড়াও গোয়া, লক্ষদ্বীপ, পুদুচেরিতেও খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে।
রাজস্থানে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর)-এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ৪১.৮৫ লক্ষ ভোটদাতার নাম বাদ গিয়েছে। রাজস্থানের মুখ্য নির্বাচনী আধিকারিক নবীন মহাজন জানিয়েছে, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা গণনাপত্র জমা দেননি। তাঁরা হয় মৃত বা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। অথবা গণনা পর্ব চলাকালীন তাঁরা অনুপস্থিত ছিলেন। তিনি আরও জানিয়েছেন, অন্তত ১১ লক্ষ ভোটদাতার কাছে নোটিস পাঠানো হয়েছে নথিপত্র চেয়ে। জয়পুর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোটদাতার নাম বাদ পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, ‘‘বাদ যাওয়া ভোটদাতাদের মধ্যে ৮.৭৫ লক্ষ মৃত ব্যক্তি, ২৯.৬ লক্ষ স্থানান্তরিত অথবা অনুপস্থিত এবং ৩.৪৪ লক্ষের নাম একাধিক জায়গায় নিবন্ধিত ছিল।’’
গোয়ায় মোট ১১.৮৫ লক্ষ ভোটারের মধ্যে ১০.৮৪ লক্ষের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাদ গিয়েছে ১.০১ লক্ষের নাম। পুদুচেরিতেও খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ১.০৩ লক্ষ ভোটদাতার নাম। কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে ২৭ অক্টোবর পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল৫৮,০০০ এবং এর মধ্যে ৫৬,৩৮৪ জনের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গণনা পর্বের সময়সীমা ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং খসড়া ভোটার তালিকা ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)