বাংলাদেশে আওয়ামি লিগের দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু হল আজ। সিরাজগঞ্জ শহরের শাহাজাদপুরে গতকাল, বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুরের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। আহত শিমুলকে প্রথমে বগুড়ায় পাঠানো হয়। কিন্তু অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে চিকিত্সার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত হয়। আজ সকালে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে দ্রুত সিরাজগঞ্জ সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত শিমুলকে বাঁচানো যায়নি।
বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামি লিগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করে। এই নিয়ে সংঘর্ষের মধ্যে চলে গোলাগুলিও। তখনই গুলিবিদ্ধ হয়েছিলেন শিমুল।
আরও পড়ুন: এই বাঙালি মেয়েকে খুনের পর ঘরের মেঝে পুঁতে রাখেন ফেসবুক প্রেমিক