Advertisement
E-Paper

হাসিনার হাতে তুলে দেওয়া হল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকা

চলতি বছরের ডিসেম্বরে উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। তারই রেপ্লিকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হল সোমবার। এ দিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রেপ্লিকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১৮:৫৩
প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে রেপ্লিকা। —নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে রেপ্লিকা। —নিজস্ব চিত্র।

চলতি বছরের ডিসেম্বরে উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। তারই রেপ্লিকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হল সোমবার। এ দিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রেপ্লিকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

মহাকাশে উৎক্ষেপণের পর ২০১৮-র এপ্রিল মাসে উপগ্রহটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। ফ্রান্সের থালিস এলিনিয়া স্পেস ফেসিলিটিতে এই স্যাটেলাইট নির্মাণের অধিকাংশ কাজ শেষ হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ২ সিদ্ধান্তে ঝড় সরকারের ভিতরে বাইরে

২০১৫-র ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাবে অনুমোদন দেয়। এই স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

স্যাটেলাইট উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে বাংলাদেশের সরকার আশা করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) ‘রিকগনিশন অফ এক্সিলেন্স’ পুরস্কারও পেয়েছে।

Bangabandhu satellite Sheikh Hasina Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy