Advertisement
E-Paper

মুস্তাফিজুরের কাঁধে অস্ত্রোপচার করবেন সচিনের সার্জন

সাসেক্সে মুস্তাফিজুরকে খেলতে পাঠানোটা সিদ্ধান্ত কি ভুল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র? কাঁধের ছোট-খাট চোট নিয়ে,পাঁজর আর কুঁচকির ব্যথা নিয়েও তেমন সমস্যা হয়নি, বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে পেরেছেন মুস্তাফিজুর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ১৩:০৭
আপাতত বিশ্রামে ফিজ।

আপাতত বিশ্রামে ফিজ।

সাসেক্সে মুস্তাফিজুরকে খেলতে পাঠানোটা সিদ্ধান্ত কি ভুল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র? কাঁধের ছোট-খাট চোট নিয়ে,পাঁজর আর কুঁচকির ব্যথা নিয়েও তেমন সমস্যা হয়নি, বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে পেরেছেন মুস্তাফিজুর। ১ কোটি ৪০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হয়ে মাতিয়েছেন আইপিএল। ফর্মের তুঙ্গে থাকা ফিজের আগামী নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় অঙ্কের আয় হওয়া নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও ছিল অফার। অক্টোবরে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ, ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ম্যাচ ফি থেকে অন্তত ১৫ লাখ টাকা ম্যাচ ফি আয়ের নিশ্চয়তাও ছিল। অথচ, সাসেক্সে খেলতে গিয়ে কাঁধের চোট আপাতত তাঁর আয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ছ’মাস তাই বোর্ডের চুক্তি থেকে মাসে ৭০ হাজার টাকা বেতনেই সন্তুস্ট থাকতে হবে মুস্তাফিজুরকে। সাসেক্সের হয়ে খেলতে গিয়ে অনুশীলনের সময়ে কাঁধে মুস্তাফিজ এতটাই চোট পেয়েছেন যে, তা থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের করতেই হবে। এমআরআই রিপোর্টে বিশেষজ্ঞ সার্জন টনি কোচার এই নিদানই দিয়েছেন ক’দিন আগে। অস্ত্রোপচারের পর ৬ মাস থাকতে হবে মাঠের বাইরে, এমন পূর্বাভাসও দিয়েছেন তিনি। তাতেই বড় ভাবনায় বাংলাদেশ দলকে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে খেলতে পারবেন না মুস্তাফিজুর। নিউজিল্যান্ড সফরও মিস করবেন তিনি। দলের মূল বোলিং অস্ত্র ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে।

মুস্তাফিজুরের কাঁধের অপারেশনটা ইংল্যান্ডে, না অস্ট্রেলিয়ায় হবেÑ তা নিয়ে অনেক ভেবেছে বিসিবি। অস্ত্রেলিয়ায় অপারেশন করাতে হলে বেশ ক’দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ইংল্যান্ডে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে ইংল্যান্ডেই মুস্তাফিজুরের অপারেশনের পক্ষে মত দিয়েছে বিসিবি। টনি কোচারের পরামর্শ শুনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংল্যান্ডে মুস্তাফিজুরের কাঁধের অস্ত্রোপচারের জন্য পারদর্শী দু’জনের নাম প্রস্তাব করেছিলেন। খোঁজ-খবর নিয়ে বিশেষজ্ঞ সার্জন লেনার্ড ফাঙ্ক অথবা অ্যান্ড্রু ওয়ালেসের একজনকে দিয়ে এই অস্ত্রোচারের প্রস্তাবনা ছিল ইসিবির। ইসিবির পরামর্শ অনুযায়ী ম্যানচেস্টারে উইমম্লো হাসপাতালে লেনার্ড ফাঙ্কের কাছে ফিজকে পাঠিয়েছিল বিসিবি। তবে আগামী ২২ অগস্টের আগে ফাঙ্ক অপারেশনের জন্য সময় দিতে পারছেন না বলে বিকল্প হিসেবে লন্ডনে ফোর্টিয়াস ক্লিনিকে অ্যান্ড্র্রু ওয়ালেসের শরণাপন্ন হতে হয়েছে মুস্তাফিজুরকে। শেষ পর্যন্ত মুস্তাফিজুরের কাঁধের অস্ত্রোপচার নিয়ে অনিশ্চয়তা কেটেছে। আগামী ১১ আগস্ট লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজুরের কাধে অস্ত্রপচার করবেন বলে রাজি হয়েছেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শুক্রবার তা নিশ্চিত করেছেন। ২০০৪ সালে টেনিস এলবো এবং ২০০৬ সালে ডান কাঁধে ভারতের সচিন তেন্ডুলকরকে দু’দুবার অপারেশনের মুখে পড়তে হয়েছিল। ওই দু’বারই তার সফল অস্ত্রোপচার করেছেন ওয়ালেশ। সেই বিশেষজ্ঞ সার্জন আগামী বৃহস্পতিবার মুস্তাফিজুরের কাঁধের অপারেশন করবেন। ২০০৬ সালে কাঁধের অপারেশনের কারণে সচিন মিস করেছেন সে বছর ইংল্যান্ডের বিপক্ষে মুম্বই টেস্ট এবং ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরও করা হয়নি তাঁর। সেখানে মুস্তাফিজুর মিস করবেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ এবং নিউজিল্যান্ড সফর। ২০০৬ সালে কাঁধের অপারেশনে সচিন পাশে পেয়েছিলেন চিকিৎসক স্ত্রী অঞ্জলিকে, সেখানে মুস্তাফিজুরের অস্ত্রোপচার প্রক্রিয়া দেখভাল করার জন্য ঢাকা থেকে বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীকে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন:
আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে বাংলাদেশ

Mustafizur Rahaman Shoulder injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy