E-Paper

ভ্রমণপ্রেমীদের জন্য আকর্ষণীয় সুযোগ — কম খরচে ঘুরে আসুন ফিলিপিনসের সেবু শহর থেকে

‘এয়ারএশিয়া’ ফিলিপিনসের মনোরম শহর সেবুতে নতুন হাব চালু করেছে। এই উদ্যোগের ফলে কুয়ালালামপুর হয়ে সেবু পৌঁছানো এখন হবে আরও সহজ ও ঝামেলাবিহীন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০
ফিলিপিনসের সেবু শহর

ফিলিপিনসের সেবু শহর

ফিলিপিনসের অন্যতম শহর সেবু। এখন কম খরচে আপনিও সহজেই চলে যেতে পারেন এই সেবু শহরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় এয়ারলাইন্স ‘এয়ারএশিয়া’ ফিলিপিনসের মনোরম শহর সেবুতে নতুন হাব চালু করেছে। এই উদ্যোগের ফলে কুয়ালালামপুর হয়ে সেবু পৌঁছানো এখন হবে আরও সহজ ও ঝামেলাবিহীন।

সেবু পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। এখানে যেমন মনোমুগ্ধকর ‘কাওয়াসান’ জলপ্রপাত রয়েছে ঠিক তেমনই আছে ঐতিহাসিক ‘ম্যাগেলানের ক্রস’ এবং ডাইভিং প্রেমীদের জন্য বিখ্যাত ‘মালাপাস্কুয়া’ দ্বীপ। তবে সেবুর আকর্ষণ এখানেই শেষ নয়। আছে লুকানো সৌন্দর্যও, রঙিন ফুলে ভরা ‘সিরাও ফ্লাওয়ার গার্ডেন’, স্নিগ্ধ ‘বোজো’ নদী, রহস্যময় ‘ক্যামোটেস’ গুহা এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত ‘কারকার হেরিটেজ’।

‘এয়ারএশিয়া’-র নতুন রুটের মাধ্যমে সপ্তাহে ১৪ বার কুয়ালালামপুর থেকে সেবুর সংযোগ থাকবে, যা ভ্রমণকারীদের আরও বেশি সুবিধা দেবে। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ভারতের বিভিন্ন শহর থেকে খুব সাশ্রয়ী মূল্যে সেবু পৌঁছে যেতে পারবেন। যেমন—অমৃতসর থেকে ভাড়া মাত্র ১৯,১৯২ টাকা, কলকাতা থেকে ১৪,২৭৭ টাকা, চেন্নাই থেকে ১৭,৬৪৭ টাকা, ত্রিচি থেকে ১৬,৯৪৬ টাকা এবং হায়দরাবাদ থেকে ১৯,৪২৭ টাকা।

টিকিট বুকিং ইতিমধ্যেই ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। যাত্রীরা তাদের টিকিট ‘এয়ারএশিয়া মুভ’ থেকে বুক করতে পারবেন। এছাড়াও আপনার নিকটবর্তী ভ্রমণ এজেন্ট অথবা পছন্দের অনলাইন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট থেকেও টিকিট বুক করতে পারবেন।

এই নতুন হাবের মাধ্যমে ‘এয়ারএশিয়া’ ভ্রমণকারীদের জন্য সেবুর অসাধারণ প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে আরও কাছে নিয়ে এসেছে। তাই সেবু যাওয়ার পরিকল্পনা থাকলে ‘এয়ারএশিয়া’-য় আপনার টিকিট বুক করুন এবং উপভোগ করুন এক নতুন অভিজ্ঞতা।

বিশদে জানতে ভিজ়িট করুন:

https://www.airasia.com/en/gb

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এয়ারএশিয়া’—র সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Cebu Philippines Airport

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy