অগস্টের শেষে কলকাতার বুকে উঠতে চলেছে সঙ্গীতের মহাঝড়— ‘ব্যান্ডস্টর্ম’। আগামী ৩১ অগস্ট মিলন মেলা প্রাঙ্গণে ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। বাংলা সঙ্গীতের এই বিশাল মঞ্চে পারফর্ম করতে চলেছেন, ‘অঞ্জন দত্ত’, বাংলা ব্যান্ড ‘ফসিল্স’, ‘ক্যাকটাস’, ‘পৃথিবী’, ‘ফকিরা’ ও ‘হুলিগানিজ়ম’। অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনারের ভূমিকায় রয়েছে আনন্দবাজার ডট কম।
গত বুধবার কলকাতায় গঙ্গাবক্ষের এক রেস্তোরাঁতে (হোটেল ফ্লোটেল) ‘ব্যান্ডস্টর্ম’-এর আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের দিন সকল শিল্পীরা ‘মহীনের ঘোড়াগুলি’-র গানে একসঙ্গে গলা মিলিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রত্যেকে একটাই বার্তা দিয়েছেন যে, বাংলা সংগীত জগতে সিনেমার পাশাপাশি মৌলিক বাংলা গানের অনুষ্ঠান আরও বেশি প্রয়োজন। আলোচনা প্রসঙ্গে উঠে আসে বাংলা মৌলিক গান সংক্রান্ত বিষয়ের একমাত্র পত্রিকা ‘বাংলা রক্ ম্যাগাজিন’-এর কথাও।
এই প্রত্যেকটি বাংলা ব্যান্ডের মধ্যে সবচেয়ে নতুন হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানিজ়ম’। এই প্রসঙ্গে, ‘ব্যান্ডস্টর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ‘হুলিগানিজ়ম’ ব্যান্ডের সদস্য শুভদীপ বললেন “তাঁরা সিনিয়র ব্যান্ডদের লেগাসি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবেন।”
‘ফকিরা’ ব্যান্ডের মুখ্য সদস্য তিমির বিশ্বাস বলেছেন, পরপর দু’বছর ‘ব্যান্ডেমিক’ এবং ‘ব্যান্ডস্টর্ম’-এর অংশ হতে পেরে তারা গর্বিত।” এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তিনি বললেন তাঁর প্রথমবারের অভিজ্ঞতার কথা। পাশাপাশি জানালেন যে, বাংলা গান, বিশেষ করে বাংলা ব্যান্ডের গান শোনার শ্রোতা যে এখনও আছেন, বাংলা গান যে এখনও নিজের জায়গা স্ব-মহিমায় ধরে রাখতে পেরেছে, শিল্পী হিসেবে এ তার প্রথম প্রাপ্তি।”
‘ফসিল্স’ ব্যান্ডের প্রধান গিটারিস্ট অ্যালেন তেমজেন আওয়ের কথায়, “এই সবক’টি ব্যান্ডের মধ্যে জুনিয়র মোস্ট ব্যান্ড ‘হুলিগানিজ়ম’-কে বাংলার শীর্ষস্থানীয় বাংলা ব্যান্ডদের মধ্যে এক স্টেজে এনে এ ধরনের মেগা স্কেলের একটা শো ধারাবাহিকভাবে করে যাওয়ার জন্য ধন্যবাদ ফেস্টিভিটি ফ্যাক্টর”।
‘পৃথিবী’ ব্যান্ডের মুখ্য সদস্য কৌশিক চক্রবর্তী বলেছেন, “ফেস্টিভিটি ফ্যাক্টরের শুরুর কথা। সংগীতের জগতে সরাসরি না থেকেও বাংলা গানের প্রতি বিশেষ করে বাংলা ব্যান্ডের গানের প্রতি অপরিসীম ভালবাসা থেকে একদল ছেলেমেয়ে শুরু করে বাংলা ব্যান্ড ম্যাগাজিন। যেখানে বাংলা ব্যান্ডের শিল্পীদের কথা লেখা থাকত। সেই উদ্যোগেরই অংশ হিসেবে তৈরি হয় ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’ টিম। যারা বাংলার সমস্ত পরিচিত ব্যান্ডকে এক স্টেজে নিয়ে আসার অসাধ্য সাধন করেছে, ভবিষ্যতেও করবে। এই উদ্যোগে কোনওবার কোনও ব্যান্ড অংশ হতে না পারলেও পরিবারের সদস্য হয়েই তারা সবসময় পাশে থাকবেন।”
টিকিট সংগ্রহ করতে ক্লিক করুন পাশের লিঙ্কে: https://www.district.in/events/band-storm-buy-tickets
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।