স্টক মার্কেট হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন সংস্থার শেয়ার কেনা–বেচা হয়। একটি শেয়ার কেনার অর্থ সেই সংস্থার খুব ছোট একটি অংশের মালিকানা দখল। অর্থাৎ কোনও ব্যক্তি যখন একটি শেয়ার কেনেন, তখন সেই ব্যক্তি সেই সংস্থার অংশীদারিত্ব পান। সহজ কথায় বললে যদি কোনও সংস্থার ১০০০টি শেয়ার থাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সেখান থেকে ১টি কিনেন, তা হলে তিনি সেই সংস্থার হাজার ভাগের মধ্যে এক ভাগের মালিক।
তার মানে এই নয় যে কোনও ব্যক্তি শুধু একটি শেয়ারই কিনতে পারেন। চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে যত খুশি শেয়ার কেনা বা বেচা যায়। যদি কোনও কোম্পানি লাভ করে তা হলে শেয়ারের দাম বাড়ে এবং বিনিয়োগকারী ব্যক্তিও তা থেকে লাভ করেন। আবার যদি কোনও কোম্পানি ভাল ফল না করতে পারে, তা হলে শেয়ারের দাম কমে যায়।
কোম্পানিগুলি কেন স্টক মার্কেট থেকে টাকা তোলে?
বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে কোম্পানিগুলি স্টক মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে। যাতে তারা ঋণ না নিয়ে ব্যবসা বাড়াতে পারে। শেয়ার ইস্যু করলে বিনিয়োগকারীরা অর্থের বিনিময়ে কোম্পানির আংশিক মালিকানা পান এবং এই অর্থ ব্যবহার করা হয়, সংস্থার ব্যবসা বাড়ানো, নতুন পণ্য আনা, ঋণ শোধ করা বা অবকাঠামো উন্নয়নের জন্য।
ঋণের মতো এই টাকায় সুদ দিতে হয় না বা ফেরত দিতে হয় না, ফলে আর্থিক চাপ কমে। বিনিয়োগকারীরা লাভবান হন কারণ তারা কোম্পানির একটি অংশের মালিক হন। পাশাপাশি, ডিভিডেন্ড এবং মূলধন বাড়ানোর সুযোগ পান। সংক্ষেপে, ইক্যুইটি বিক্রি করা মানে কোম্পানির জন্য বড় মূলধন সংগ্রহ করা এবং বিনিয়োগকারীদের সঙ্গে ভবিষ্যৎ সাফল্য ভাগ করে নেওয়া।
স্টক মার্কেটের আরও কিছু গুরুত্বপূর্ণ ধারণা
কোনও কোম্পানি প্রথমবার জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করলে তাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও)।
অন্যান্য বাজারের মতো, শেয়ারের দামও চাহিদা অনুযায়ী বাড়ে বা কমে। কম চাহিদায় দাম পড়ে যায়। বেশি চাহিদায় দাম বেড়ে যায়।
স্টক মার্কেট এমন একটি নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম যেখানে যে কোনও লেনদেন যাচাই করা হয়। এটি বিনিয়োগকারীদের জন্য কোম্পানির শেয়ার ক্রয় ও বিক্রয়ে করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি লেনদেনকে সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তোলে।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন এবং ‘বিএসই’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।