প্রতীকী ছবি
কাজের ব্যস্ততার জন্য অনেক সময়ই স্বাস্থ্য-পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। অফিস থাকার কারণে সপ্তাহে চিকিৎসকের কাছে যাওয়াও অনেক সময় অসম্ভব হয়ে ওঠে। মানুষের এই অসুবিধার কথা ভেবেই কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল সানডে ক্লিনিকের সূচনার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সকলের কাছে আরও সুবিধাজনক করে তুলেছে। সানডে ক্লিনিকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিতে আসতে পারবেন। তার সঙ্গেই এই হাসপাতাল সান্ধ্য ক্লিনিকের মাধ্যমে তার পরিষেবা প্রসারিত করেছে। অফিস শেষের পর এই ক্লিনিকে রোগীরা নিজেদের সুবিধা মতো বিকেল ৫টা থেকে ৮টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে আসতে পারবেন।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এবং স্পাইন সার্জন চিকিৎসক আব্রার আহমেদ বলেন, “এখন, যে কেউ সোমবার থেকে শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের সান্ধ্য ক্লিনিকে আসতে পারবেন। আমরা এখন এটিকে আমাদের সানডে ক্লিনিকের সাথে একই স্থানে রেখেছি, যা সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত খোলা থাকবে।”
চিকিৎসক আব্রার আহমেদ আরও বলেন, “কলকাতার অ্যাপোলো হাসপাতাল এমন কয়েকটি হাসপাতালের মধ্যে একটি যা এই বিশেষ ক্লিনিকগুলি চালু করেছে তাদের জন্য যারা তাদের কাজের ব্যস্ততার জন্য নিয়মিত সময়ে চিকিৎসকের কাছে যেতে পারেন না। এই ব্যক্তিদের মধ্যে অনেকেই ঘাড়ের ব্যথা, পিঠে ব্যথা এবং অন্যান্য মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছেন।”
সবিস্তারে জানতে নীচের ভিডিওটি দেখুন:
চিকিৎসক আহমেদ এই ক্লিনিকগুলিতে উপলব্ধ বিস্তৃত পরিষেবাগুলি সম্পর্কে আরও বিশদে বর্ণনা করেছেন। “আমরা রোগীর সর্বাঙ্গীন স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেছি। রোগীরা এখানে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এবং রক্ত পরীক্ষার পরিষেবা পাবেন। উপরন্তু, আমরা বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে দক্ষ ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত ফিজিওথেরাপি সেশন চালু করেছি। সর্বোত্তম সেবা প্রদানের জন্য আমাদের ক্লিনিকগুলিতে সিনিয়র, অভিজ্ঞ টেকনিসিয়ান এবং চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের মেডিসিন এবং অর্থোপেডিক বিভাগের পাশাপাশি, আমরা অন্যান্য মাল্টিস্পেশালিটি ক্লিনিকগুলির পরিষেবাও প্রদান করি।”
চিকিৎসক আহমেদ সকলকে আমন্ত্রণ জানিয়ে বলেন, “আপনাদের এই অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সকল পরিষেবা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি। অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল সবসময় আপনার পাশে আছে। আমরা আপনাকে একটি সুস্থ জীবন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:
জরুরি নং: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com
এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy