উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে শুরু হয় পরবর্তী পর্যায়ের শিক্ষাগত ও পেশাগত সিদ্ধান্ত নেওয়ার দৌড়। এখন প্রায় সকলেই জানেন, সাধারণ ব্যাচেলর ডিগ্রি পড়ার তুলনায় আজকের দিনে পেশাভিত্তিক শিক্ষা বা ম্যানেজমেন্ট কোর্সই ভবিষ্যতের জন্য অনেক বেশি লাভজনক। প্রফেশনাল কোর্সের চাহিদা বৃদ্ধির পাশাপাশি, বর্তমানে ভারত তথা বিশ্বে এমন একটি শিক্ষার প্রয়োজন যেটি সরাসরি চাকরির সঙ্গে যুক্ত। তাই শুধু পড়াশোনা নয়, হাতে-কলমে শেখা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও বাস্তব অভিজ্ঞতা এই তিনটিকেই গুরুত্ব দেওয়া হয় প্রফেশনাল কোর্সে। ফলে শিক্ষার্থীরা পাশ করার আগেই পেশাদারি দিকেও দক্ষ হয়ে ওঠে।
উচ্চমাধ্যমিক পাশ করার পরে অনেক শিক্ষার্থীর এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগে ‘এরপর কী পড়ব যাতে ভাল চাকরি পাওয়া যাবে এবং হাতে থাকবে ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেট?’। শিক্ষার্থীদের এই প্রশ্নের একটাই উত্তর, ‘সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’-এ ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়া। কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনুমোদিত এই কলেজে রয়েছে আন্তর্জাতিক মানের পরিকাঠামো ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং ভবিষ্যতে নিশ্চিত চাকরির সহায়তা।
১৯৯৯ সাল থেকে প্রতিষ্ঠিত এই সংস্থা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কেরিয়ার নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। উচ্চমাধ্যমিক পাশের পর শিক্ষার্থীরা ‘হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট’, ‘হসপিটাল ম্যানেজমেন্ট’, ‘এভিয়েশন ম্যানেজমেন্ট’, ‘বিবিএ’, ‘বিসিএ ক্যুলিনারি আর্টস’, ‘ফুড প্রোডাকশন ও ফ্যাশন ডিজাইন’ ও ‘কম্পিউটার সায়েন্স’-এ ব্যাচেলর ডিগ্রি পড়তে পারবে।
‘সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’, ‘ইউজিসি’ ‘এআইসিটিই’, ‘ন্যাশানাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি’ (এনসিএইচএমসিটি), পর্যটন দপ্তর, ভারত সরকার এবং ‘মৌলানা আবুল কালাম আজাদ ইউনির্ভাসিটি অফ টেকনোলজি’ পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত।
কলেজের সিইয়ো বিদিশা সরকার জানালেন, “সাধারণ উচ্চমাধ্যমিক পাশ করে আমাদের কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি কোর্সে করে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, কাতার, কুয়েত, ওমানে চাকরির সুযোগ পেয়ে যায় অনায়াসে। গত ২৬ বছরে ১০০০০ বেশি শিক্ষার্থী পাশ করে ‘তাজ’, ‘ম্যারিয়ট’, ‘হায়াত’, ‘অ্যাপোলো’, ‘ফর্টিস’, ‘টিসিএস’, ‘স্টেট ব্যাঙ্ক’, ‘আইবিএম’, ‘উইপ্রো’, ‘ইন্ডিগো’, ‘এমিরেটস, নোভোটেল’, ‘হিন্দুস্থান লিভার’, ‘মেডিকা’র মত সংস্থায় ম্যানেজমেন্টের নানান পদে চাকরি করছে।’’
‘সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’-এর তিনটি ক্যাম্পাসে (নিউটাউন, সল্টলেক ও বারাসাত) মডার্ন ল্যাব, স্মার্ট ক্লাস, ফ্রন্ট অফিস, ফ্যাশন স্টুডিয়ো, আইটি ল্যাব, ক্যান্টিন, লাইব্রেরি ও পরিবহনের জন্যে কলেজ বাসের সুবিধা রয়েছে। এ ছাড়াও কলকাতার বা রাজ্যের বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য হোস্টলের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও শিক্ষা লোনের ব্যবস্থা। শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য বিদেশেও পাঠানো হয়।
তাই স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে থাকুন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের হাত ধরে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য আজই আবেদন করতে পারেন।
বিশদে জানতে ভিজ়িট করুন: www.sbihm.com
অথবা ফোন করুন: ৯৮৩০০১২৫৩৬ / ৯৯০৩২২৭১৮৫
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।