১০ সেপ্টেম্বর ২০২৪
Sri Moni Bhaskar

সম্পর্ক এবং ব্যবসায় মানুষ কেন প্রতারিত হয়? জানাচ্ছেন মণি ভাস্কর

কেন প্রতারিত হতে হয়? প্রতারণা কেনই বা এত কষ্ট দেয়? নিজের দীর্ঘ অভিজ্ঞতা এ বিষয়ে কিছুটা দিশা দেখিয়েছে আমায়। সেটাই বরং ভাগ করে নিই আপনাদের সঙ্গে।

প্রতারণার নেপথ্যে রয়েছে স্বার্থ সিদ্ধির নেশা - আলোচনায় শ্রী মণি ভাস্কর

প্রতারণার নেপথ্যে রয়েছে স্বার্থ সিদ্ধির নেশা - আলোচনায় শ্রী মণি ভাস্কর

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ২১:৩৫
Share: Save:

ঠকে যাওয়া, বোকা বনে যাওয়া কিংবা মিথ্যে আশ্বাসে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা কমবেশি সকলের জীবনেই থাকে। কাছের কোনও মানুষ আমাদের ঠকালে বা প্রতারণা করলে খারাপ লাগাটা বেড়ে যায় অনেকখানি। মনে হয় হেরে গিয়েছি। সেই সঙ্গেই প্রশ্ন জাগে— “আমার সঙ্গেই কেন এমনটা হল?” জীবনে নানা ক্ষেত্রে হামেশাই ঠকলেও ব্যক্তিগত সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্কে প্রতারণার ধাক্কাটা বোধ হয় সব চেয়ে বেশি। বাস্তব চোখের সামনে থাকলেও মন মানতে চায় না। অনেক ক্ষেত্রে এমন অভিজ্ঞতা মনকে ভেঙে তছনছ করে দেয়। কেউ বা তলিয়ে যান অবসাদেও।

কেন প্রতারিত হতে হয়? প্রতারণা কেনই বা এত কষ্ট দেয়? নিজের দীর্ঘ অভিজ্ঞতা এ বিষয়ে কিছুটা দিশা দেখিয়েছে আমায়। সেটাই বরং ভাগ করে নিই আপনাদের সঙ্গে।

আসলে পুরো ব্যাপারটাই মনস্তাত্ত্বিক। প্রতারণার নেপথ্যে রয়েছে স্বার্থ সিদ্ধির নেশা। স্বার্থ সিদ্ধি হোক সকলেই চায়। তাই বলে সবাই কি আর প্রতারক হয়? আসলে যে প্রতারণা করে, তার মূল্যবোধের ঝুলি প্রায় ফাঁকা। ভাবনার এই দীনতা থেকেই প্রতারণার পথে পা বাড়ানো। প্রতারণা করলেই শাস্তি হয় না, আবার স্বার্থ সিদ্ধিও হয়ে যায়। তাই এক বার প্রতারণা করে ধরা না পড়লে আবার সে পথে পা বাড়াতে চায় মানুষ। তার পর আবার। এই প্রক্রিয়া চলতেই থাকে। অনেক সময়ে পরিস্থিতির চাপেও মানুষ মূল্যবোধ হারায়। পারিপার্শ্বিকতা মানুষের চরিত্রে এই দীনতা বয়ে আনে।

আলোচনায় শ্রী মণি ভাস্কর

সম্পর্কে থাকাকালীন কেউ কেন প্রতারণা করে? এ বিষয়ে ভাবতে গিয়ে আমি যে কারণগুলো খুঁজে পেয়েছি, তা হল:

১. সম্পর্কের একঘেয়েমি কাটাতে

২. কাছের মানুষের থেকে ভালবাসার অভাবে

৩. বৈচিত্রের আকাঙ্খায়

৪. প্রতিশোধস্পৃহা থেকে এবং/অথবা

৫. তিক্ত সম্পর্ক থেকে অব্যহতি পেতে

অন্য দিকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণার যে কারণগুলো আমি খুঁজে পেয়েছি, সেগুলো হল:

১. অসৎ উপায়ে সম্পদবৃদ্ধির আকাঙ্খা

২. ভোগলিপ্সা

৩. প্রতিশোধস্পৃহা

৪. অন্যায় মোহগ্রস্ততা

৫. তীব্র বাদানুবাদ বা বাকবিতণ্ডা এবং/অথবা

৬ আইনি জটিলতা

এ বার প্রশ্ন হল, কারা প্রতারণার শিকার হন? অথবা কারা প্রতারণার শিকার হতে পারেন? এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র কী বলছে? আগামী দিনে আমরা সে বিষয়ে আলোচনা করব।

এ বিষয়ে আরও তথ্য পেতে আপনারা ফেসবুকে SRI MONI BHASKAR পেজ এবং ইউটিউবে DREAM DESTINY চ্যানেলটি ফলো করতে পারেন। প্রয়োজনে জ্যোতিষ এবং বাস্তুগত পরামর্শও নিতে পারেন। অনেক সময়ে Symbol Meditation-ও (প্রয়োজনে নির্দিষ্ট মুদ্রা সহযোগে) আপনাদের সহায়ক হতে পারে।

এ ছাড়া Guided Symbol Meditation এবং বাস্তুশাস্ত্র-জ্যোতিষ বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করুন: WhatsApp 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable).

ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Astrology Astrology Tips Horoscope
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE