Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কাজ গিয়েছে ১ লক্ষ কর্মীর

প্রেসিডেন্ট দীপক জৈন বলেন, ‘‘বছর খানেক ধরে কমছে সব ধরনের গাড়ি বিক্রি। ফলে উৎপাদন কমছে। আর উৎপাদন কমায় কমছে যন্ত্রাংশের চাহিদা।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৫
Share: Save:

চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে যা হল, গাড়ির যন্ত্রাংশ শিল্পে আগে কখনও তা হয়নি, দাবি ওই শিল্পের সংগঠন অ্যাকমার। তারা জানাল, অর্থনীতিতে ঝিমুনির জেরে ব্যবসা কমেছে ১০%। কাজ হারিয়েছেন প্রায় ১ লক্ষ অস্থায়ী কর্মী। অ্যাকমার দাবি, চাহিদার অভাবে প্রায় ১৫-২০% উৎপাদন কমিয়েছে গাড়ি সংস্থাগুলি। এ তারই জের। প্রেসিডেন্ট দীপক জৈন বলেন, ‘‘বছর খানেক ধরে কমছে সব ধরনের গাড়ি বিক্রি। ফলে উৎপাদন কমছে। আর উৎপাদন কমায় কমছে যন্ত্রাংশের চাহিদা।’’

পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বরে যন্ত্রাংশ সংস্থাগুলি ব্যবসা করেছিল ১.৯৯ লক্ষ কোটি টাকার। এ বার একই সময়ে তা ১.৭৯ লক্ষ কোটি। আয় কমায় লগ্নিও ধাক্কা খেয়েছে। দীপকের মতে, সেই অঙ্ক প্রায় ২০০ কোটি ডলার। ভাল সময়ে যন্ত্রাং‌শ কারখানাগুলির উৎপাদন ক্ষমতার ৮০% ব্যবহার হলেও, এখন তা ৫০%। উৎপাদন কমায় কোপ পড়েছে অস্থায়ী কর্মীদের উপরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jobs Car Industries India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE