যথেষ্ট সংখ্যক গ্রাহক ও সে রকম বড় অঙ্কের ব্যবসা না থাকায় কলকাতা ও শহরতলির ১৫টি শাখা ডাকঘর (সাব পোস্ট অফিস) বন্ধের সিদ্ধান্ত নিল ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কল। সূত্রের খবর, পার্ক সার্কাস, তারাতলা রোড, ঝাউতলা, ব্যারাকপুর বাজার, বোসপুকুর রোড, সাধনা ঔষধালয়, দক্ষিণ বেলঘরিয়া, জোড়ামন্দিরের মতো ১৫টি শাখা ডাকঘরকে শীঘ্রই নিকটবর্তী ডাকঘরের সঙ্গে জোড়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এতে গ্রাহকদের কোনও সমস্যা হবে না এবং তাঁদের সব আমানত সুরক্ষিত থাকবে বলেই জানা গিয়েছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রের দাবি, ওই ১৫টি সাব পোস্ট অফিসে যে সমস্ত কর্মী রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কিছু নেই।
ডাক বিভাগ সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে সোমবার সংশ্লিষ্ট ১৫টি সাব পোস্ট অফিসের ডিভিশনাল হেড বা বিভাগীয় প্রধানদের বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে এই নিয়ে বিস্তারিত বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মর্মে সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই সব পক্ষের কাছে পৌঁছেছে। যদিও সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি ডাক বিভাগের তরফ থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)