চলতি বছরের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টলে ৬০ টাকা বাড়িয়ে ১৪৭০ টাকা করল কেন্দ্র। আর ডাল উৎপাদনে উৎসাহ দিতে তার সহায়ক মূল্য কুইন্টলে ৪২৫ টাকা বাড়ানো হয়েছে, সঙ্গে বোনাস বাবদ মিলবে আরও ৪২৫ টাকা। ফলে ডালের সহায়ক মূল্য দাঁড়াচ্ছে কুইন্টলে ৫,০৫০ টাকা। গত বছরে তা ছিল ৪,৬২৫ টাকা। উল্লেখ্য, মজুত ভাণ্ডার গ়ড়তে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে শস্য কেনে কেন্দ্র, যাতে তাঁদের বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে না-হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: