অতিমারির ধাক্কা সামলে আবাসনের বাজারে চাহিদা বেড়েছে। তার উপরে ভর করে গত কয়েকটি ত্রৈমাসিকে ধারাবাহিক ভাবে দামও বাড়ছে বাড়ি ও ফ্ল্যাটের। আবাসন সংস্থাগুলির সংগঠন ক্রেডাই, পরামর্শদাতা সংস্থা কোলিয়ার্স ইন্ডিয়া এবং তথ্য বিশ্লেষণ সংস্থা লাইজ়াস ফোরাসের যৌথ সমীক্ষায় জানানো হয়েছে, গত এপ্রিল-জুনে দেশের আটটি বড় শহরে আবাসনের দাম বৃদ্ধির হার এক বছর আগের তুলনায় ছিল ৭%। এর মধ্যে কলকাতায় তা ছিল সবচেয়ে বেশি (১৫%)। গড় দাম প্রতি বর্গফুটে দাঁড়িয়েছে ৭৩১৫ টাকা।
সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে, কলকাতার পরেই আবাসনের দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি দিল্লি এবং রাজধানী অঞ্চলে (১৪%)। তার পরে হায়দরাবাদ (১৩%), পুণে (১১%), আমদাবাদ (১০%), বেঙ্গালুরু (১০%) এবং চেন্নাই (৬%)। আট শহরের মধ্যে দাম একমাত্র কমেছে মুম্বইয়ে (৪%)। যদিও বর্গফুটের হিসাবে দেশের বাণিজ্য নগরীতে আবাসনের দাম সবচেয়ে বেশি (১৯,১১১ টাকা)। ক্রেডাইয়ের জাতীয় সভাপতি বোমান ইরানির বক্তব্য, দাম বৃদ্ধি সত্ত্বেও অর্থবর্ষের বাকি সময়ে চাহিদা ভাল থাকবে বলে আশা করছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)