Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু শীঘ্রই

আগামী বছরেই অস্ট্রেলিয়ায় দু’টি সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করতে চলেছে আদানি এন্টারপ্রাইজেস। দক্ষিণ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের প্রকল্প দু’টির জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে আদানি গোষ্ঠীর সংস্থাটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০২:১৯
Share: Save:

আগামী বছরেই অস্ট্রেলিয়ায় দু’টি সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করতে চলেছে আদানি এন্টারপ্রাইজেস। দক্ষিণ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের প্রকল্প দু’টির জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে আদানি গোষ্ঠীর সংস্থাটি। এ জন্য প্রকল্পের নকশা ইত্যাদির জন্য আগ্রহপত্র চাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তারা। প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১০০ থেকে ২০০ মেগাওয়াট।

দীর্ঘ আইনি লড়াইয়ের পরে অবশেষে ২০১৭ সালে কুইন্সল্যান্ডে কার্মাইকেল কয়লা খনি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে সম্প্রতি বাধা কেটেছে আদানি গোষ্ঠীর। সেখানে খনি, রেল এবং বন্দর প্রকল্পে ইতিমধ্যেই ৩৩০ কোটি ডলার লগ্নি করেছে তারা। সব মিলিয়ে ওই প্রকল্পগুলিতে ১,৬৫০ কোটি ডলার ঢালার কথা সংস্থার।

এর সঙ্গেই অস্ট্রেলিয়ায় বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নি বাড়াতে আগ্রহী আদানি এন্টারপ্রাইজেস। দক্ষিণ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের প্রকল্প দু’টি তারই সূচনা বলে দাবি তাদের। ভবিষ্যতে সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় বিকল্প বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,৫০০ মেগাওয়াটে নিয়ে যেতে চায় আদানি এন্টারপ্রাইজেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adani Group Australia solar power projects
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE