গত তিন দিনে ভারতের শেয়ার সূচকের পতনের জেরে লগ্নিকারীদের ২২ লক্ষ কোটি টাকা মুছে গিয়েছিল। কারণ ছিল মূলত আন্তর্জাতিক। বুধবার সেই বিশ্ব বাজারের অনুকূল হাওয়াকে কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াল সেনসেক্স এবং নিফ্টি। ফিরল ৮.৯৭ লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, তিন দিনের পতন লগ্নিকারীদের সামনেও নতুন করে শেয়ার কেনার সুযোগ খুলে দিয়েছিল। সেটাও এ দিনের উত্থানের একটি কারণ। স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কেন্দ্রের দীর্ঘমেয়াদি মূলধনী মুনাফা কর বন্ধ না করার সিদ্ধান্তও আবাসন ক্ষেত্রকে চাঙ্গা করেছে।
এ দিন ৮৭৪.৯৪ পয়েন্ট উঠে সেনসেক্স ৭৯,৪৬৮.০১-তে পৌঁছেছে। লেনদেনের মধ্যবর্তী একটা সময়ে তা ১০৪৬.১৩ পয়েন্ট উঠে গিয়েছিল। নিফ্টি ৩০৪.৯৫ পয়েন্ট উঠে হয়েছে ২৪,৩৩৭.৭০। সূচককে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, টাটা স্টিল, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। উল্লেখযোগ্য উত্থান হয়েছে মাঝারি (২.৬৩%) এবং ছোট (২.৩৯%) শেয়ারগুলির সূচকেরও। ডলারের নিরিখে টাকার দাম অবশ্য সামান্য কমেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)