মাঝে এক মাসের বিরতি। নভেম্বরের শুরু থেকেই ফের ভারতে শেয়ার বিক্রি করছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। মাত্র এক সপ্তাহের মধ্যে এ দেশের বাজার থেকে ১২,৫৬৯ কোটি টাকা তুলে নিয়েছে তারা। এর আগে সেপ্টেম্বরে বেচেছিল ২৩,৮৮৫ কোটি টাকার শেয়ার। পরের মাসে, অক্টোবরে ঢালে ১৪,৬১০ কোটি। সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজার শ্লথ। বিদেশি লগ্নিকারীরাও তাই সতর্ক।
পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ভারতের শেয়ার বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারিতে ৩৪,৫৭৪ কোটি টাকার শেয়ার বিক্রির পরে মার্চে বেরিয়ে যায় ৩৯৭৩ কোটি। এপ্রিল ও মে মাসে অবশ্য নিট হিসেবে ৪২২৩ কোটি ও ১৯,৮৬০ কোটি টাকা লগ্নি করে তারা। জুনে সেই অঙ্ক ছিল ১৪,৫৯০ কোটি। তার পরে জুলাই এবং অগস্টে ফের বেরিয়ে যায় যথাক্রমে ১৭,৭৪১ কোটি এবং ৩৪,৯৯৩ কোটি টাকার বিদেশি লগ্নি। চলতি বছরে এখনও পর্যন্ত এ দেশ থেকে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছে সংস্থাগুলি।
জিয়োজিৎ ইনভেস্টমেন্টসের মুখ্য লগ্নি উপদেষ্টা ভি কে বিজয়কুমারের মতো বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্ব বাজারে মূলত কৃত্রিম মেধার (এআই) সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার শেয়ারের চাহিদা বাড়ছে। ফলে দক্ষিণ কোরিয়া, চিন, আমেরিকা, তাইওয়ানের মতো দেশে পা রাখছে বিদেশি লগ্নি সংস্থাগুলি। সেখানে এআই নিয়ে কাজ হচ্ছে বেশি। ভারতে এই ক্ষেত্র ততটা উন্নত না হওয়ায় এ দেশ থেকে মূলত লগ্নির পুঁজি জোগাড় করছে তারা। তবে বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম মেধার ঝুঁকির দিকগুলি ক্রমশ স্পষ্ট হচ্ছে। তার উপর এই ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারের অতিরিক্ত চাহিদা তাদের দরকে এত উঁচুতে ঠেলে তুলেছে যে, অচিরেই তা পড়বে। সেটা হলে, আগামী দিনে ভারতের বাজারে ফিরতে পারে বিদেশি লগ্নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)