Advertisement
২০ এপ্রিল ২০২৪
Airtel

প্ল্যানের ভ্যালিডিটি বাড়াতে এয়ারটেল নিয়ে এল ২৩ ও ৩৫ টাকার রিচার্জ প্ল্যান

২৩ ও ৩৫ টাকার এই প্ল্যান নিজেদের গ্রাহক ধরে রাখতে সাহায্য করবে বলে আশা এয়ারটেলের

ভ্যালিডিটির জন্য নতুন রিচার্জ প্ল্যান এয়ারটেলের। ছবি এএফপির সৌজন্যে।

ভ্যালিডিটির জন্য নতুন রিচার্জ প্ল্যান এয়ারটেলের। ছবি এএফপির সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৪১
Share: Save:

ভারতের বাজারে জিও-র ফোর-জি পরিষেবা আসার পর থেকে টেলিকম দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রতিযোগিতার এই বাজারে নিজেদের টিকিয়ে রাখতে তাই নতুন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। ২৩ ও ৩৫ টাকার এই প্ল্যান নিজেদের গ্রাহক ধরে রাখতে সাহায্য করবে বলে আশা এয়ারটেলের।

২৩ টাকার এই প্রিপেড প্ল্যানটি মূলত মেয়াদ বাড়ানোর জন্য। ২৩ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকদের প্রিপেড অ্যাকাউন্টের মেয়াদ বেড়ে যাবে ২৮ দিনের জন্য। এই ২৮ দিন বিনামূল্যে ইনকামিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা। কিন্তু আউটগোয়িং কলের জন্য প্রতি সেকেন্ডে দিতে হবে ২.৫ পয়সা। প্রতি লোকাল মেসেজের জন্য ১ টাকা ও প্রতি এসটিডি মেসেজের জন্য ১.৫ টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি পূর্ববর্তী ব্যালেন্স ব্যবহার করেই আউট গোয়িং কল করতে পারবেন। তবে এই প্ল্যান থেকে পাওয়া যাবে না কোনও ডেটা ব্যালেন্স।

অন্যদিকে ৩৫ টাকার প্ল্যানে টকটাইমের পাশাপাশি থাকবে ডেটা ব্যালেন্সও। ৩৫ টাকা রিচার্জের মেয়াদ হল ২৮ দিন। এটি রিচার্জ করলে ২৬ টাকা ব্যালেন্সের পাশাপাশি পাওয়া যাবে ১০০ এমবি ডেটা।

আরও পড়ুন: কলকাতার বাজারে এল হিরোর ডেস্টিনি স্কুটার

প্রতিযোগিতার বাজারে নিজেদের গ্রাহক ধরে রাখতে টেলিকম কোম্পানিগুলির ভরসা এই ছোট অঙ্কের রিচার্জগুলি।

আরও পড়ুন: এ বার প্যান কার্ড মিলবে মাত্র চার ঘণ্টাতেই!

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতিরসব খবর বাংলায়পেয়ে যান আমাদেরব্যবসাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Airtel Prepaid Small Recharge Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE