Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জিও-কে বাড়তি সংযোগ ব্যবহারে সায় এয়ারটেলের

আইডিয়ার পরে এ বার রিলায়্যান্স জিও-কে অতিরিক্ত পয়েন্টস অব ইন্টারকানেকশন (পিওআই) ব্যবহার করতে দিতে রাজি হল এয়ারটেল। মঙ্গলবার এয়ারটেল জানিয়েছে, মুকেশ অম্বানীর সংস্থাটির সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৯
Share: Save:

আইডিয়ার পরে এ বার রিলায়্যান্স জিও-কে অতিরিক্ত পয়েন্টস অব ইন্টারকানেকশন (পিওআই) ব্যবহার করতে দিতে রাজি হল এয়ারটেল। মঙ্গলবার এয়ারটেল জানিয়েছে, মুকেশ অম্বানীর সংস্থাটির সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, এর ফলে বর্তমান পিওআইয়ের তুলনায় তিন গুণ বেশি সংযোগের সুবিধা পাবে জিও। এয়ারটেলের সিদ্ধান্তকে এ দিন স্বাগত জানিয়েছে জিও। তবে একই সঙ্গে এর জেরে যাতে তাদের নিজেদের মোবাইল পরিষেবা ব্যাহত না-হয়, তা নিশ্চিত করতে বলেছে এয়ারটেল। একই কথা জানিয়েছে আইডিয়াও।

এ দিকে, রিলায়্যান্স জিও-র সঙ্গে টুজি এবং ফোরজি ইন্ট্রা সার্কেল রোমিং চুক্তি করেছে বিএসএনএল। ফলে বিএসএনএল গ্রাহকরা রোমিংয়ে জিও-র ফোরজি পরিষেবা ব্যবহার করতে পারবেন। আর জিও গ্রাহকরা বিএসএনএলের টুজি কাঠামো ব্যবহার করে ফোন করতে পারবেন।

এক নেটওয়ার্ক থেকে অন্য সংস্থার নেটওয়ার্কে ফোন করতে কাজে লাগে পিওআই। বিভিন্ন সংস্থার একে অপরের সংযোগ ব্যবহার নিয়ে বিতর্কে মধ্যস্থতায় বসে ট্রাই পরিষেবার মান বজায় রেখে সমাধান খুঁজতেই টেলি সংস্থাগুলিকে নির্দেশ দেয়। তার পরেই জিও-র সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠকে বসতে রাজি হয় সংস্থাগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance Jio Airtel Point of Interconnection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE