Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Amazon

অ্যামাজ়নে ছাঁটাই চলবে পরের বছরেও

মাসের শুরু থেকেই কর্মী কমাচ্ছে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থা। টুইটারের পরে গত সপ্তাহে মেটায় ছাঁটাই শুরু হয়েছে। তারা জানিয়েছে, প্রায় ১১,০০০ কর্মী কমানো হবে।

অ্যামাজ়নে শুরু হয়েছে বার্ষিক পারফরম্যান্স খতিয়ে দেখার কাজ।

অ্যামাজ়নে শুরু হয়েছে বার্ষিক পারফরম্যান্স খতিয়ে দেখার কাজ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ০৮:১৭
Share: Save:

এ বছরই শেষ নয়, অ্যামাজ়নে ছাঁটাই চলবে আগামী বছরেও। বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের অনিশ্চয়তাকে সামনে তুলে ধরে এ কথাই জানালেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। সেই সঙ্গে বললেন, এটাই সংস্থার শীর্ষ পদে আসার পরে তাঁর নেওয়া সব চেয়ে কঠিন সিদ্ধান্ত। উল্টো দিকে টুইটারের অর্ধেক কর্মী ছেঁটেও সংস্থার কাজ নিয়ে চিন্তিত নন নতুন মালিক ইলন মাস্ক। তাঁর পাল্টা দাবি, সমস্ত দক্ষ কর্মীই থাকছেন সংস্থায়। ফলে তিনি নিশ্চিন্ত।

মাসের শুরু থেকেই কর্মী কমাচ্ছে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থা। টুইটারের পরে গত সপ্তাহে মেটায় ছাঁটাই শুরু হয়েছে। তারা জানিয়েছে, প্রায় ১১,০০০ কর্মী কমানো হবে। এ সপ্তাহে প্রতি বছরের মতো ই-কমার্স সংস্থা অ্যামাজ়নে শুরু হয়েছে বার্ষিক পারফরম্যান্স খতিয়ে দেখার কাজ। সেখানেই ছাঁটাই শুরু করেছে তারা।

এ প্রসঙ্গেই জেসি বলেন, আর্থিক অনিশ্চয়তা এবং গত কয়েক বছরে বিপুল কর্মী নিয়োগের ফলে এ বছরের পারফরম্যান্স বিচার করা বেশি কঠিন। ইতিমধ্যে সংস্থার ডিভাইস এবং বই বিভাগের কর্মী কমানো হচ্ছে। সব মিলিয়ে কত ছাঁটাই হবে তা এখনও নিশ্চিত নয়। তবে এই প্রক্রিয়া পরের বছরও চলবে তা বলা যায়।

এ দিকে, টুইটারে প্রায় ৩৫০০ কর্মী কমানোর পরে সংস্থার সমস্ত কাজ ঠিক মতো চালানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এতে চিন্তার কিছু নেই জানিয়ে মাস্কের দাবি, সব ভাল ও দক্ষ কর্মীরাই থাকছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amazon Employees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE