ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত পাল্টা শুল্ক স্থগিত রাখার ৯০ দিনের মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। শুল্কের ধাক্কা থেকে বাঁচতে তার আগেই ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সারতে মরিয়া কেন্দ্র। সূত্রের খবর, আলোচনা দ্রুত এগোচ্ছে। পরের দফায় এ নিয়ে কথা বলতে কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আসতে পারেন আমেরিকার সরকারি আধিকারিকেরা।
এপ্রিলের গোড়ায় প্রায় সব দেশের উপরে ন্যূনতম ১০% পাল্টা শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে ঘোষণা করেন বাড়তি শুল্ক। ভারতীয় পণ্যে যার হার ২৬%। পরে এই বাড়তি শুল্ক ৯০ দিন স্থগিত হতেই তড়িঘড়ি দর কষাকষি শুরু করে নয়াদিল্লি-ওয়াশিংটন। সূত্রের খবর,জোরদার আলোচনা চলছে। ভারত চায় পুরো ২৬% শুল্ক তোলা হোক। ট্রাম্প প্রশাসনের দাবি, বিভিন্ন পণ্যে শুল্ক কমাক ভারত। ওয়াশিংটনে গত সপ্তাহে বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সে দেশে গিয়ে কথা বলেছেন ভারতের তরফে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সচিব রাজেশ আগরওয়ালও। এ বার আমেরিকার প্রতিনিধিদের আসার কথা হচ্ছে।
এ দিকে বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই-এর মতে, আমেরিকা ভারতের সঙ্গে ৪৪৪০ কোটি ডলার বাণিজ্য ঘাটতির ছবি তুলে ধরছে ঠিকই। কিন্তু দুই দেশের মধ্যে সাধারণ পণ্য বাদে শিক্ষা, ডিজিটাল পরিষেবা, আর্থিক পরিষেবা, মেধাসত্ব রয়্যালটি, প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যও চলে। সব কিছু বিচার করলে আমেরিকার বাণিজ্য উদ্বৃত্ত ৩৫০০-৪০০০ কোটি ডলার। তাই আত্মবিশ্বাসের সঙ্গে কেন্দ্রের আলোচনা চালানো উচিত বলে পরামর্শ দিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)