এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল অম্বানীকে। শুক্রবার তাঁর হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি এলেন না। উল্টে ‘ভার্চুয়াল’ মাধ্যমে তা সারার প্রস্তাব দিলেন। সূত্রের খবর, ওই প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছে ইডি। সেই সঙ্গে ১৭ নভেম্বরের মধ্যে অনিলকে দেখা করতে বলে নতুন করে সমন পাঠিয়েছে। বিদেশি মুদ্রা পরিচালন আইনের (ফেমা) আওতায় দায়ের হওয়া মামলায় রেকর্ড করা হবে তাঁর বক্তব্য। অনিলের মুখপাত্র অবশ্য এ দিন জানান, ইডি-কে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার।
সিবিআই-এর এক এফআইআর-এর ভিত্তিতে অনিলের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ইডি। তাদের অভিযোগ, রিলায়্যান্স গোষ্ঠীর বেশ কিছু সংস্থায় ‘জালিয়াতি করে’ টাকা সরানোর চিহ্ন পাওয়া গিয়েছে। যাদের মধ্যে রয়েছে রিলায়্যান্স কমিউনিকেশন্স, রিলায়্যান্স হোম ফিনান্স এবং রিলায়্যান্স কমার্শিয়াল ফিনান্স, রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার এবং রিলায়্যান্স পাওয়ার। সম্প্রতি সেই তদন্তে অনিল এবং তাঁর সংস্থাগুলির ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তল্লাশি চলেছে রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের দফতরে। অভিযোগ, জাতীয় সড়ক তৈরির প্রকল্প থেকে ৪০ কোটি টাকা সরানো হয়েছে। সুরাতের একটি ভুয়ো সংস্থার মাধ্যমে ওই টাকা দুবাইয়ে পাঠানো হয় বলে খবর। সম্পত্তি বাজেয়াপ্তের ফলে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কগুলিকে টাকা ফেরানোই তাদের লক্ষ্য, জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। আর-কমের অ্যাকাউন্টকে ইতিমধ্যেই ‘প্রতারক’ তকমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদা। সেই মামলায় অনিলকে এর আগে জিজ্ঞাসাবাদও করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)