Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তোশিবার চিপ ব্যবসা কিনতে দর দিতে পারে অ্যাপল

আর্থিক সঙ্কটে পড়া জাপানের তোশিবা কর্পোরেশনের সেমিকন্ডাক্টর ব্যবসা কেনার জন্য দরপত্র দিতে আগ্রহী মার্কিন বহুজাতিক অ্যাপল। সে ক্ষেত্রে ফক্সকনের সঙ্গে জোট বেঁধে এই চিপ কারখানার শেয়ার কেনার জন্য তারা এগোবে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত।

সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০২:৫০
Share: Save:

আর্থিক সঙ্কটে পড়া জাপানের তোশিবা কর্পোরেশনের সেমিকন্ডাক্টর ব্যবসা কেনার জন্য দরপত্র দিতে আগ্রহী মার্কিন বহুজাতিক অ্যাপল। সে ক্ষেত্রে ফক্সকনের সঙ্গে জোট বেঁধে এই চিপ কারখানার শেয়ার কেনার জন্য তারা এগোবে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত।

তোশিবা বিপুল লোকসান করলেও তাদের সেমিকন্ডাক্টর ইউনিট লাভজনক। তাইওয়ান ভিত্তিক ফক্সকন বরাতের ভিত্তিতে মূলত চিনের কারখানায় আই ফোন তৈরি করে। এর আগে তারা একাই দরপত্র দিয়েছিল। কিন্তু চিনের সঙ্গে যোগাযোগ থাকায় তা গৃহীত হয়নি। জাপানের নিরাপত্তার দিক থেকে তা ঝুঁকির হবে বলেই মনে করা হয়। তোশিবা চায় এই ব্যবসার নিয়ন্ত্রণ থাকুক মার্কিন ও জাপানি সংস্থার হাতেই, যে কারণে অ্যাপল-ফক্সকন জোট। তোশিবার চিপ ব্যবসার ২০% শেয়ারে আগ্রহী অ্যাপল। তারা চায় ফক্সকনের হাতে যাক ৩০% শেয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple Toshiba Chip Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE