Advertisement
২০ এপ্রিল ২০২৪

উৎসবের মুখে ভাল বিক্রি গাড়ি শিল্পে, শীর্ষে মারুতি

উৎসবের মরসুম শুরুর মুখেই সেপ্টেম্বরে দেশে ভাল বিক্রির মুখ দেখল গাড়ি শিল্প। বিক্রি বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে মারুতি-সুজুকিই। তারা দেশে যাত্রী গাড়ি বিক্রি বাড়িয়েছে ২৯.৪%, যা এর আগে সম্ভব হয়নি বলে দাবি সংস্থার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০৩:১৯
Share: Save:

উৎসবের মরসুম শুরুর মুখেই সেপ্টেম্বরে দেশে ভাল বিক্রির মুখ দেখল গাড়ি শিল্প।

বিক্রি বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে মারুতি-সুজুকিই। তারা দেশে যাত্রী গাড়ি বিক্রি বাড়িয়েছে ২৯.৪%, যা এর আগে সম্ভব হয়নি বলে দাবি সংস্থার। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, ফোর্ড ইন্ডিয়া ও টয়োটা কির্লোস্কর মোটরও বিক্রি যথেষ্ট বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

দেশে সেপ্টেম্বরে মারুতি-সুজুকি ১,৩৭,৩২১টি গাড়ি বিক্রি করেছে বলে সংস্থা জানিয়েছে। গত বছর বিক্রি হয়েছিল ১,০৬,০৮৩টি গাড়ি। এক মাসে এর আগে এত বেশি বিক্রি সম্ভব হয়নি বলে শনিবার জানান সংস্থার বিক্রি ও বিপণন সংক্রান্ত এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আর এস কালসি। তিনি বলেন, ‘‘অর্থবর্ষে বিক্রি বৃদ্ধির হার ১০ শতাংশের উপরে ধরে রাখতে সংস্থা বদ্ধপরিকর। নতুন গাড়ি সিয়াজ, ব্যালেনো, ভিতারা-ব্রেজা, এস-ক্রসের জনপ্রিয়তা বাড়ার জেরেই এটা সম্ভব হয়েছে বলে দাবি সংস্থার।

টয়োটা কির্লোস্কর-এর বিক্রি বেড়েছে ৬%। বিক্রির সংখ্যা ১২,০৬৭টি গাড়ি। ফোর্ড ইন্ডিয়ার বিক্রি ৯% বেড়ে ছুঁয়েছে ৯,০১৮টি গাড়ি। মহীন্দ্রা বিক্রি বাড়িয়েছে ৭%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Automobile industry Maruti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE