Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অভিযোগ এড়িয়ে রফা মাইক্রোসফট-গুগ্‌লের

গত বছরই নিজেদের মধ্যে চলা পেটেন্ট আইন ভাঙা সংক্রান্ত সব মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিল মাইক্রোসফট ও গুগ্‌ল। আর এ বার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছে একে অন্যের বিরুদ্ধে করা অভিযোগও তুলে নিল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা দু’টি।

সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:০০
Share: Save:

গত বছরই নিজেদের মধ্যে চলা পেটেন্ট আইন ভাঙা সংক্রান্ত সব মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিল মাইক্রোসফট ও গুগ্‌ল। আর এ বার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছে একে অন্যের বিরুদ্ধে করা অভিযোগও তুলে নিল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা দু’টি। আগামী দিনে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে মাইক্রোসফটের দাবি, সংস্থা দু’টির নিজেদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে ঠিকই। কিন্তু কে কতটা এগোবে, তা স্থির করবে তাদের দক্ষতা। আইনি লড়াই তাদের এই দৌড়ে সাহায্য করবে না। তাই প্রথমে পেটেন্ট মামলা তোলা হয়েছিল। আর এ বার অভিযোগও তুলে নেওয়া হল। আলাদা বিবৃতিতে একই দাবি করেছে গুগ্‌লও। প্রসঙ্গত, গত বছর সংস্থা দু’টি মোটরোলা মোবিলিটি-সহ সব মামলাই প্রত্যাহার করেছিল। যার মধ্যে রয়েছে, নেট সংযোগের যন্ত্র, ওয়াইফাই, ডিজিটাল ভিডিও ইত্যাদি। পাশাপাশি, আগামী দিনে তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে এক সঙ্গে কাজের কথাও জানায় তারা।

উল্লেখ্য, ইউরোপে একচেটিয়া বাজারের সুবিধা নিয়ে প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগে গত বছরের পর সম্প্রতি ফের সরকারি ভাবে অভিযুক্ত হয়েছে গুগ্‌ল। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাজার দখলের সুযোগ নিয়ে অ্যান্ড্রয়েড প্রযুক্তির স্মার্ট ফোন প্রস্তুতকারকদের নিজেদের সার্চ ইঞ্জিন-সহ নানা পরিষেবাকে অগ্রাধিকার দিতে বাধ্য করে তারা। এর জেরে সংস্থাকে বিপুল জরিমানার মুখে পড়তে হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। পাশাপাশি, গত ত্রৈমাসিকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল ঘোষণা করতে পারেনি দুই সংস্থার কোনওটিই। শেয়ার বাজারে তাদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় লগ্নিকারীরা। এই অবস্থায় অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Microsoft Google
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE