ব্যাঙ্কের হিসেবের খাতায় যোগ হতে চলেছে আরও প্রায় ৪০ হাজার কোটি টাকার অনুৎপাদক সম্পদ। অ্যাক্সিস ব্যাঙ্ক তার ন’টি ঋণ গ্রহীতা সংস্থার অ্যাকাউন্টকে অনুৎপাদক সম্পদ হিসেবে চিহ্নিত করেছে। তার জেরেই এই বোঝা বাড়ছে ব্যাঙ্কিং শিল্পের।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনেই নিজেদের ঋণ সংক্রান্ত অ্যাকাউন্ট নতুন করে খতিয়ে দেখেছে বেসরকারি ব্যাঙ্কটি। ২০১৬-’১৭ সালের জন্য ঝুঁকি-নজরদারি ব্যবস্থার আওতায় এই বিশ্লেষণ করেছে ব্যাঙ্ক। সেই অনুসারে ওই ৪০ হাজার কোটির অনাদায়ী ঋণ চলে গিয়েছে অনুৎপাদক সম্পদের খাতায়। ২০১৭-র জুন পর্যন্ত হিসেবে ওই ন’টি অ্যাকাউন্টে রয়েছে ৪২ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণ।
ব্যাঙ্কিং শিল্পের ঘাড়ে ইতিমধ্যেই চেপেছে ৮ লক্ষ কোটির অনুৎপাদক সম্পদ বা এনপিএ-র বোঝা। বিভিন্ন ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিক ফলাফল থেকে ইঙ্গিত মিলেছে যে, এখনই এনপিএ কমার তেমন সম্ভাবনা তৈরি হয়নি। এই পরিপ্রেক্ষিতে ফেরত না-আসা ঋণ আরও বাড়ায় শঙ্কিত ব্যাঙ্কিং শিল্পমহলও। মূলত ঋণ বাকি পড়েছে বিদ্যুৎ, ইস্পাত, রাস্তা তৈরির মতো পরিকাঠামো শিল্প ও বস্ত্র শিল্পে।