রিজ়ার্ভ ব্যাঙ্ক পাঁচ বছরে প্রথম বার রেপো রেট (যে সুদে ব্যাঙ্কগুলিকে ধার দেয় তারা) ছেঁটেছে এ মাসের গোড়ায়। ফলে দেশের বিভিন্ন ব্যাঙ্ক বাড়ি, গাড়ি, ব্যক্তিগত-সহ বিভিন্ন ধরনের খুচরো ঋণে সুদ কমাবে, এই প্রত্যাশা ছিলই। তা মিলিয়েই সম্প্রতি সুদ কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। গৃহঋণ সমেত সমস্ত খুচরো ঋণে ২৫ বেসিস পয়েন্ট। ব্যাঙ্ক অব ইন্ডিয়াও হেঁটেছে একই পথে। বৃহস্পতিবার সুদ কমানোর কথা ঘোষণা করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। এক বিবৃতিতে জানাল, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হবে সংশোধিত নতুন সুদ।
পিএনবি-র দাবি, খুচরো ঋণে তারা সুদ কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। ফলে বাড়ি, গাড়ি, শিক্ষা এবং ব্যক্তিগত-সহ এ ক্ষেত্রের বিভিন্ন ঋণে সুদের খরচ কমেছে ঋণগ্রহীতাদের। বিভিন্ন প্রকল্পের আওতায় গৃহঋণের সংশোধিত হার দাঁড়িয়েছে ৮.১৫%। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ সম্পূর্ণ মকুব হওয়ার সুবিধাও নিতে পারবেন গ্রাহক। বিবৃতিতে বলা হয়েছে, প্রথাগত গৃহঋণ প্রকল্পগুলিতে সুদের হার বছরে ৮.১৫% থেকে শুরু হওয়ায় ধার শোধের মাসিক কিস্তি বা ইএমআই পড়ছে প্রতি লক্ষ টাকায় ৭৪৪ টাকা। গাড়ি ঋণের ক্ষেত্রে নতুন এবং ব্যবহৃত, দু’ক্ষেত্রেই সুদের হার শুরু হচ্ছে বার্ষিক ৮.৫০% থেকে। ইএমআই প্রতি লক্ষ টাকায় ১২৪০ টাকা। শিক্ষা ঋণে ন্যূনতম সুদ কমে হয়েছে ৭.৮৫%। ব্যক্তিগত ঋণে সংশোধিত ন্যূনতম হার ১১.২৫%। স্টেট ব্যাঙ্কে সংশোধিত সুদ কার্যকর হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে।
তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, মাত্র ২৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়ে সাধারণ মধ্যবিত্ত ঋণগ্রহীতাকে খুব একটা আর্থিক সুরাহা দেওয়া সম্ভব নয়। অন্তত ৭৫-১০০ বেসিস পয়েন্ট কমলে ঋণের বোঝা সত্যিই কিছুটা হালকা হয়ে প্রকৃত অর্থে স্বস্তি দিতে পারে একাংশকে। জিনিসের চড়া দামের পাশাপাশি বিপুল সুদ গুনতে গিয়ে যাঁদের কার্যত দিশাহারা অবস্থা। তবে আগামী দিনে সেই পরিস্থিতি তৈরি হবে কি না, তা খুচরো বাজারে সার্বিক মূল্যবৃদ্ধি এবং খাদ্যপণ্যের দামের গতিপ্রকৃতির উপরে নির্ভর করছে বলেও দাবি তাঁদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)