Advertisement
E-Paper

নেট বাজারে পা রাখছে বেঙ্গল কেম

এ বার বিপণন ব্যবস্থা ঢেলে সাজতে নেট দুনিয়ার হাত ধরতে চায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস (বিসিপিএল)। সব কিছু ঠিকঠাক চললে শীঘ্রই ‘বিগ বাস্কেট’-এর অনলাইন বাজারে মিলবে সংস্থার কিছু পণ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৩:১২

এ বার বিপণন ব্যবস্থা ঢেলে সাজতে নেট দুনিয়ার হাত ধরতে চায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস (বিসিপিএল)।

সব কিছু ঠিকঠাক চললে শীঘ্রই ‘বিগ বাস্কেট’-এর অনলাইন বাজারে মিলবে সংস্থার কিছু পণ্য।

সংশ্লিষ্ট সূত্রের খবর, এ জন্য গাঁটছড়া বাঁধতে চেয়ে প্রথমে আগ্রহ দেখায় বিগ বাস্কেট। প্রস্তাবটি নিয়ে আগামী কাল, বুধবার বিসিপিএল-এর পরিচালন পর্ষদের বৈঠকে আলোচনা হওয়ার কথা। পর্ষদ তা অনুমোদন করলে দুই সংস্থা গাঁটছড়া বাঁধবে। বিগ বাস্কেটের পূর্বাঞ্চলের প্রধান অমিত টিবরেওয়াল বলেন, ‘‘বিসিপিএল-এর বিভন্ন ঐতিহ্যশালী পণ্যের চাহিদা রয়েছে।’’

সংস্থা জানিয়েছে, আপাতত খাস কলকাতা ও কিছু সংলগ্ন এলাকায় তাদের ফিনাইল, ন্যাপথলিন, ব্লিচিং পাউডার ইত্যাদির পাশাপাশি ‘ওভার দ্য কাউন্টার’ বিক্রি হয় এমন স্বাস্থ্য পণ্যও বিক্রির পরিকল্পনা রয়েছে।

সাড়া মিললে দেশের অন্য প্রান্তেও তা জোগান দিতে পারে তারা। বিসিপিএল সূত্রের খবর, কলকাতার পাশাপাশি প্রথম পর্যায়ে পটনাতেও এ ভাবে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ষাট বছর পরে গত অর্থবর্ষে প্রথম ছ’মাসে মুনাফা করেছে সংস্থাটি। আশা, গোটা অর্থবর্ষে তা দাঁড়াতে পারে ৩-৫ কোটি টাকায়।

Bengal Chemicals & Pharmaceuticals online products available soon Online shopping
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy