Advertisement
১৯ মে ২০২৪

অটো এক্সপোর চমক বলিউড প্যাভিলিয়ন

মুক্তির বয়স হিসেব করলে চালশে ধরেছে। তবে বহু মানুষের স্বপ্নে এখনও তরতাজা অমিতাভ-ধর্মেন্দ্রর শোলে। মোটরসাইকেলে চেপে বীরু-জয়ের ‘দোস্তি’-সফর এখনও তীব্র নস্টালজিয়ায় আচ্ছন্ন করে তাঁদের।

দেবপ্রিয় সেনগুপ্ত
গ্রেটার নয়ডা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১১
Share: Save:

মুক্তির বয়স হিসেব করলে চালশে ধরেছে। তবে বহু মানুষের স্বপ্নে এখনও তরতাজা অমিতাভ-ধর্মেন্দ্রর শোলে। মোটরসাইকেলে চেপে বীরু-জয়ের ‘দোস্তি’-সফর এখনও তীব্র নস্টালজিয়ায় আচ্ছন্ন করে তাঁদের।

আবার ধরুন বছর ২৯ পরের স্নায়ুর গতি বাড়ানো ছবি, ধুম। প্রথম বার ১,৩০০ সিসির ‘সুজুকি-হায়াবুসা’য় চেপে পুলিশের চোখে ধুলো দিল জন আব্রাহাম। তাঁর সঙ্গে ‘অ্যাকশন’-এ মাতলেন তামাম বাইক-প্রেমী প্রজন্ম।

শোলের সেই ‘এরিয়াল-৩৫০’ মোটরসাইকেল বা ধুমের ‘সুজুকি-হায়াবুসা’ এ বার চাক্ষুষ করার সুযোগ মিলবে ১৩তম অটো এক্সপোর ১৬ নম্বর হলের ‘বলিউড প্যাভিলিয়ন’-এ।

বুধবার থেকে গ্রেটার নয়ডায় শুরু হচ্ছে এই গাড়ি প্রদর্শনী। থাকছে নামী-দামি ও নতুন ৮০টিরও বেশি গাড়ি-মোটরসাইকেল। আর তারই মাঝে বলিউডে ব্যবহৃত বিভিন্ন চার-চাকা ও দু’চাকার গাড়িকে হাজির করে চমক দিতে উদ্যোগী প্রদর্শনীর উদ্যোক্তারা (সঙ্গের ছবি সেই প্যাভিলিয়নের প্রতিরূপ)।

দু’বছর অন্তর হওয়া এই গাড়ি প্রদর্শনী আগে দিল্লির প্রগতি ময়দানে হলেও বহর বেড়ে যাওয়ায় ২০১৪ থেকে তা সরে গিয়েছে গ্রেটার নয়ডায়। পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের মেলা হচ্ছে প্রগতি ময়দানে। যৌথ ভাবে দুটি মেলার উদ্যোক্তা হল সোসাইটি অব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স (সিয়াম), অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (অ্যাকমা) ও সিআইআই।

এই সংক্রান্ত গ্যালারি
• নতুন কী কী গাড়ি আসছে বাজারে, দেখাচ্ছে দিল্লির এক্সপো
রুপোলি পর্দার সেই সব গাড়ি ও বাইক

ইতিমধ্যেই আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃতি পেয়েছে ভারতের এই গাড়ি মেলা। যেখানে নতুন গাড়ি বা ভবিষ্যৎ পরিকল্পনার ছবি তুলে ধরে দেশি-বিদেশি বিভিন্ন গাড়ি সংস্থা। আন্তর্জাতিক গাড়ি মেলার রীতি মেনে প্রথম দু’দিন সংবাদ মাধ্যমের সামনে সেই সব গাড়ি বা পরিকল্পনার কথা জানাবে সংস্থাগুলি। ৫ তারিখ থেকে মেলার দরজা খুলবে সাধারণ দর্শকদের জন্য। সেই উত্তজনায় বাড়তি কিছু যোগ করতে চান উদ্যোক্তারা। সিয়ামের অন্যতম কর্তা সুগত সেন বলেন, ‘‘বলিউড ও গাড়ির প্রতি ভারতীয়দের আগ্রহ যথেষ্ট। আমরা সেই দুই বিন্দুকেই জুড়তে চেয়েছি। বলিউডে ব্যবহৃত যে-সব গাড়ি কিংবদন্তি হয়ে উঠেছে, সেগুলিকে তাই এখানে দর্শকদের সামনে আনছি।’’

গত বারের চেয়ে এ বার মেলা প্রাঙ্গণের এলাকা প্রায় ৪ হাজার বর্গ মিটার বেড়ে হয়েছে ৭৩ হাজার বর্গ মিটার। ছ’টি বড় হলে জায়গা নিয়েছে গাড়ি সংস্থাগুলি। যে-সব সংস্থার গাড়িগুলির উপর এ বার নজর থাকবে সবার, সেগুলির অন্যতম: মারুতি-সুজুকির ভিতারা ব্রেজা, (তাদের প্রথম কমপ্যাক্ট এসইউভি), ইগনিস। টাটা মোটরসের জিকা, হেক্সা, নেক্সন। হোন্ডার বিআরভি। নিসানের জিটি-আর, এক্স-ট্রেইল, টেরানো, মাইক্রা (বিশেষ সংস্করণ)। ক্রাইসলারের জিপ ব্র্যান্ডের দুটি গাড়ি- র‌্যাঙ্গলার ও চেরোকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto Expo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE