Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এসজিআই কোমেক্সকে হলফনামা দাখিলের নির্দেশ

এসজিআই কোমেক্সের থেকে বিজয় মাল্যের নিজস্ব বিমান রাখার ফি এবং তার করের জন্য ৩.৯৫ কোটি টাকার দাবি তুলে বম্বে হাইকোর্টে গিয়েছিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মামলায় সংস্থাটিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ দিল আদালত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০১
Share: Save:

এসজিআই কোমেক্সের থেকে বিজয় মাল্যের নিজস্ব বিমান রাখার ফি এবং তার করের জন্য ৩.৯৫ কোটি টাকার দাবি তুলে বম্বে হাইকোর্টে গিয়েছিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মামলায় সংস্থাটিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ দিল আদালত।

প্রায় ৮০০ কোটি টাকা বকেয়া কর আদায়ের জন্য ১৮ অগস্ট দ্বিতীয়বার মাল্যের বিমান নিলামে তুলেছিল কেন্দ্রীয় পরিষেবা কর দফতর। ন্যূনতম দর ছিল ১৫২ কোটি টাকা। নিলামে ২৭.৩৯ কোটি টাকা দর হাঁকে মুম্বইয়ের এসজিআই কোমেক্স। এক বিবৃতিতে নিলাম জেতার দাবি জানায় তারা। এর পরেই সংস্থার কাছ থেকে বকেয়া কর আদায়ের দাবি নিয়ে হাইকোর্টে যান বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে আদালতে এসজিআই কোমেক্সের দাবি, অগস্টের নিলামে জিতলেও, এখনও পর্যন্ত কর দফতরের থেকে এই সংক্রান্ত কোনও চিঠি পায়নি তারা। যত দিন না তা পাওয়া যায়, তত দিন বকেয়া কর জমা দেওয়া সংস্থার পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত, নিলামের ন্যূনতম দরের সংস্থার হাঁকা দর অনেক কম হওয়ায়, তা নিয়ে খুশি নয় কর দফতর। ফলে ফের নিলামের কথাও ভাবা হতে পারে বলে দফতর সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bombay HC Vijay Mallya Mumbai Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE