আগামী তিন বছরে দেশের সমস্ত জেলায় বিপণন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এ কথা জানান বিস্কুট সংস্থাটির এমডি বরুণ বেরি। ব্যবসা বাড়াতে সংস্থা মোট ৫০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে। তার অঙ্গ হিসেবেই তামিলনাড়ু ও বেঙ্গালুরুতে ২৫০ কোটি টাকায় নতুন দু’টি কারখানাও চালু করছে তারা। পাশাপাশি, সংস্থার লক্ষ্য সারা দেশে ৪০ লক্ষ দোকান খোলা। সেগুলির বেশ কিছু ফ্র্যানচাইজি ভিত্তিতেও খোলা হবে। বেরি জানান, বছরে ৮০ হাজার টন অতিরিক্ত বিস্কুট তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। এখন বছরে ৮ লক্ষ টন বিস্কুট তৈরি করে তারা।