পশ্চিমবঙ্গকে নজরে রেখেই ভারতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ব্রিটিশ টেলিকম। শুক্রবার বেঙ্গল চেম্বারের সভায় সংস্থার কলকাতার অন্যতম ডিরেক্টর অমিত শ্রীবাস্তব জানান, যোগাযোগ ব্যবস্থা, দক্ষ কর্মী, কম খরচ ও সরকারের সহযোগিতাই রাজ্যকে পছন্দের তালিকার প্রথমে রেখেছে। সরকারের সহযোগিতায় ১০ বছরে কলকাতায় কর্মী সংখ্যা ১০০০ থেকে পাঁচগুণ বাড়িয়ে ৫০০০ জন করতে পেরেছেন তাঁরা। আগামী দিনেও তাই বাংলাতেই সবচেয়ে বেশি করে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে সংস্থা।
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের পূর্বাঞ্চলীয় অধিকর্তা নিরুপম চৌধুরী জানান, দেশের অন্যান্য প্রান্তে এই শিল্পে কী কী সুবিধা মেলে, তা খতিয়ে দেখতে জুলাই-অগস্টে রাজ্যের প্রতিনিধিরা বিভিন্ন রাজ্যে যাবেন। সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে শীঘ্রই সেমিকনডাক্টর তৈরির কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছে এইচসিএল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)