বিভিন্ন রাজ্যের অধীনে থাকা প্রায় ১৬০০ রাষ্ট্রায়ত্ত সংস্থার হিসাব পরীক্ষার (অডিট) জন্য একটি পৃথক বিভাগ তৈরি করল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) দফতর। দাবি, এর ফলে ওই কাজের গতি ও দক্ষতা বাড়বে।
কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হিসাব পরীক্ষার জন্য আগে থেকেই একটি বিভাগ রয়েছে সিএজি-তে। রাজ্যের ক্ষেত্রে তা এত দিন ছিল না। এ বার সেই পদক্ষেপ করা হল। সিএজি দফতরের বক্তব্য, এর ফলে হিসাব পরীক্ষায় গতি বৃদ্ধির পাশাপাশি, সংশ্লিষ্ট সংস্থাগুলির কাজের মানের উন্নতি হবে। অন্যতম ডেপুটি সিএজি (মানবসম্পদ, আইন) কে এস সুব্রমনিয়ন বলেন, ‘‘অতি সম্প্রতি পৃথক একটি বিভাগ গঠন করা হয়েছে। তার জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। এর পরে সিএজি-র দফতরে রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থাগুলির জন্য আলাদা শাখা থাকবে।’’ আর এক ডেপুটি সিএজি এ এম বজাজ জানান, এখন রাজ্যের সংস্থাগুলির হিসাব পরীক্ষার কাজ করেন দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এক এক জন আধিকারিক একটি নির্দিষ্ট অঞ্চলের নয়, চার-পাঁচটি রাজ্যের সংস্থাকে নিয়ে কাজ করেন। এতে কাল শ্লথ হয়। তিনি আরও জানান, ডিজিটাল ব্যবস্থার উন্নতির ফলে সংস্থার দফতরে গিয়ে পরীক্ষার পাশাপাশি, কৃত্রিম মেধাকে (এআই) কাজে লাগিয়ে নিজেদের দফতরে বসেও হিসাব খতিয়ে দেখার কাজ করতে পারছেন দ্বায়িত্বপ্রাপ্তেরা।
ডেপুটি সিএজি জানান, কেন্দ্রীয় স্বশাসিত সংস্থার হিসাব পরীক্ষার দায়িত্ব কোন সিএ সংস্থাগুলিকে দেওয়া হবে, তা শীঘ্রই প্রকাশ করবেন তাঁরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে সিপিএম সাংসদ এস বেঙ্কটেশন অভিযোগ করেছিলেন, এতে সিএজি-র স্বাধীন ক্ষমতা লঘু হয়ে যাবে। বজাজ অবশ্য সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)