দেউলিয়ার মুখে দাঁড়িয়ে জনপ্রিয় জব পোর্টাল ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’। সিন্দুক পুরোপুরি খালি হওয়ার আগে সংস্থা বিক্রির পরিকল্পনা রয়েছে এর কর্তা-ব্যক্তিদের। এর জন্য ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন করেছেন তাঁরা। ফলে কর্মীদের ভবিষ্যৎ যে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। সংশ্লিষ্ট জব পোর্টালটিকে কিনতে ইচ্ছুক ‘জবগেট’-এর আবার চুক্তিভিত্তিক শ্রমিক সরবরাহের একটি অ্যাপ রয়েছে।
মঙ্গলবার, ২৪ জুন দেউলিয়া থেকে বাঁচার জন্য সরকারের কাছে আবেদনপত্র পাঠায় ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’। এর পরই সংস্থার কর্তা-ব্যক্তিরা যে কোম্পানি বিক্রির পরিকল্পনা করছেন, সেই খবর প্রকাশ্যে আসে। গত বছরের সেপ্টেম্বরে একীভূত হয় দুই জব পোর্টাল ‘কেরিয়ারবিল্ডার’ এবং ‘মনস্টার’। কিন্তু ওই সংযুক্তিকরণের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক সংস্থা দু’টির যে ব্যবসার সূচক ঊর্ধ্বমুখী হয়েছিল, তা নয়।
এর পাশাপাশি দেউলিয়া হওয়া থেকে বাঁচতে তথ্যপ্রযুক্তি পরিষেবা সংক্রান্ত ব্যবসা কানাডার সংস্থা ‘ভ্যালসফ্ট’কে বিক্রি করতে রাজি হয়েছে ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’। বর্তমান শিকাগোর জব পোর্টালটির দু’টি ওয়েবসাইট রয়েছে। সেগুলি হল, মিলিটারি ডট কম এবং ফাস্ট ওয়েব ডট কম। এই দুই ওয়েবসাইটও কানাডার গণমাধ্যম সংস্থা ‘ভ্যালনেট’-এর হাতে তুলে দিতে চাইছে তারা।
সূত্রের খবর, দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে থাকা ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’-এর বিভিন্ন শাখা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বহু সংস্থা। তবে প্রত্যেকেরই কিছু না কিছু শর্ত রয়েছে। এ ছাড়া জব পোর্টাল, তথ্যপ্রযুক্তি সংস্থা বা ওয়েবসাইটগুলি দাম কতটা উঠেছে, তা অবশ্য জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ডেলাঅয়্যার দেউলিয়া আদালতে জমা করা নথিতে ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’ জানিয়েছে, তাদের ৫ থেকে ১০ কোটি ডলারের সম্পত্তি এবং ১০ থেকে ৫০ কোটি ডলারের ঋণ রয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দু’কোটি ডলারের লগ্নি সংগ্রহ করতে সক্ষম হয়েছে তারা। যদিও এতে শেষ পর্যন্ত জব পোর্টালটি টিঁকবে কিনা, তা নিয়ে সংস্থার শীর্ষকর্তাদের মধ্যেই সন্দেহ রয়েছে।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ‘কেরিয়ারবিল্ডার প্লাস মনস্টার’-এর চিফ এগজ়িকিউটিভ অফিসার বা সিইও জ়েফ ফারম্যান। তাঁর কথায়, ‘‘আমরা একটা অনিশ্চিত আর্থিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। সেই কারণেই সরকারের কাছে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করা হয়েছে।’’