Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হেফাজত বাড়ল ঘোসনের

সোমবার বিশ্বের গাড়ি শিল্পকে খানিকটা চমকে দিয়েছিল ঘোসনের গ্রেফতারের খবর। ঘোসন ও নিসানের অন্যতম ডিরেক্টর গ্রেগ কেলি-র বিরুদ্ধে আয় কম দেখানো ও সংস্থার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগেই এই গ্রেফতার। 

কার্লোস ঘোসন। এএফপি

কার্লোস ঘোসন। এএফপি

সংবাদ সংস্থা
টোকিও ও প্যারিস শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০২:৩৫
Share: Save:

নিসান বা রেনো-র শীর্ষ পদ এখনও যায়নি। কিন্তু অনিশ্চয়তার মেঘ আরও ঘনাচ্ছে নিসান কর্তা কার্লোস ঘোসনের ভবিষ্যত ঘিরে। তদন্তের স্বার্থে তাঁর হেফাজত আরও দশ দিন বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের আর্জি ম়ঞ্জুর করেছে আদালত।

সোমবার বিশ্বের গাড়ি শিল্পকে খানিকটা চমকে দিয়েছিল ঘোসনের গ্রেফতারের খবর। ঘোসন ও নিসানের অন্যতম ডিরেক্টর গ্রেগ কেলি-র বিরুদ্ধে আয় কম দেখানো ও সংস্থার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগেই এই গ্রেফতার।

সূত্রের খবর, উত্তর টোকিও-র যেখানে ঘোসনকে যে ভাবে রাখা হয়েছে, তা তাঁর এত দিনের বিলাসবহুল জীবনযাত্রার তুলনায় তা বেশ কষ্টকর। আইনজীবীদের দাবি, একটি সেলে তিনি একাই আছেন। যেটুকু প্রয়োজন, তার বাইরে তেমন কিছু মিলছে না। সিইও-র পদ থেকে তাঁকে সরানোর কথা বলেছিল ফরাসি গাড়ি সংস্থা রেনো। এখনই তা না হলেও সেখানে সিওও থিয়েরি বোল্লরের হাতে ঘোসনের সমান ক্ষমতা দিয়েছে সংস্থার পর্ষদ। পাশাপাশি নিসানের কাছে ঘোসনের বিরুদ্ধে তদন্তের প্রমাণ চেয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Carlos Ghosn Nissan Jail Custody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE