ডলারের সাপেক্ষে শুক্রবার সারাদিন ওঠানামা করল টাকা। নজির গড়ে এক সময়ে ৯২.০২ টাকা ছুঁল ডলার। দিনের শেষে অবশ্য থামল ৯১.৯৩ টাকায়। বৃহস্পতিবারের থেকে ৬ পয়সা কম। বাজার মহলের মতে, রবিবারের বাজেটের আগে সতর্ক লগ্নিকারীরা হাতের শেয়ার বেচছেন। যাদের মধ্যেআছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। তাতে যেমন মুদ্রা বাজার অস্থির হয়েছে, তেমনই টানা তিন দিন উত্থানের পরে আজ নেমেছে শেয়ার বাজারও। সেনসেক্স ২৯৬.৫৯ পয়েন্টপড়ে হয়েছে ৮২,২৬৯.৭৮ অঙ্ক। নিফ্টি ৯৮.২৫ নেমে ২৫,৩২০.৬৫। রবিবার বাজেটের দিনে বাজার খোলা থাকবে। লেনদেন শুরু হবে স্বাভাবিক সময়েই (সকাল ৯.১৫-তে)।
টাকার দামের টানা পতন নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করলেও আর্থিক সমীক্ষায় দাবি ছিল, ভারতীয় মুদ্রার দামে দেশের অর্থনীতির উজ্জ্বল ছবি ধরা পড়ছে না। টাকার শক্তি এতটা ক্ষয় হয়নি। আন্তর্জাতিক অনিশ্চয়তায়এই পতন। তবে বিশেষজ্ঞেরা বলছেন,বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি টাকাকে নীচে ঠেলছে।। গত বছর ১.৬৬ লক্ষ কোটি টাকার শেয়ার বেচার পরে জানুয়ারিতেও সেই ধারা বহাল। তার উপর অস্থির বিশ্ব বাজারে চড়ছে অশোধিত তেল। ফলে ডলারের চাহিদার জেরে টাকা ধাক্কা খাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)