Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যগুলিকে তেলে ভ্যাট কমাতে আর্জি কেন্দ্রের

প্রধান জানান, তেলে আদায় করা ভ্যাটের পুরোটাই যায় রাজ্যগুলির কোষাগারে। তার সঙ্গেই উৎপাদন শুল্কের ৪২% ভাগ পায় তারা। তার বাইরে যা থাকে, তা দিয়েই বিভিন্ন রাজ্যে প্রকল্পের অর্থ জোগায় কেন্দ্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ০১:৩৮
Share: Save:

বেড়ে চলা তেলের দর নিয়ে মানুষের ক্ষোভ ও বিরোধীদের আক্রমণ সামলাতে গত কালই পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক লিটারে ২ টাকা করে কমিয়েছে কেন্দ্র। আর বুধবার রাজ্যগুলিকে তেলে যুক্তমূল্য কর (ভ্যাট) ৫ শতাংশ কমানোর পক্ষে সওয়াল করল তারা। এ দিন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, শীঘ্রই বিষয়টি নিয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠাবেন কেন্দ্রীয় অরুণ জেটলি।

প্রধান জানান, তেলে আদায় করা ভ্যাটের পুরোটাই যায় রাজ্যগুলির কোষাগারে। তার সঙ্গেই উৎপাদন শুল্কের ৪২% ভাগ পায় তারা। তার বাইরে যা থাকে, তা দিয়েই বিভিন্ন রাজ্যে প্রকল্পের অর্থ জোগায় কেন্দ্র। শুল্ক কমায় তারা রাজস্ব কম পাবে। এ বার কৃষক ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজ্যগুলিরও উচিত ভ্যাট কমানো। প্রসঙ্গত, প্রতি মাসে তেলে ভ্যাট বাবদ প্রায় ৫০০ কোটি টাকা আসে পশ্চিমবঙ্গের ঘরে।

এ দিন বাংলাদেশ সফররত জেটলিও একই আর্জি জানিয়েছেন। তিনি বলেন, তেলের শুল্ক থেকেই পরিকাঠামো ও সমাজকল্যাণমূলক কাজে অর্থ জোগানো হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে বিশ্ব বাজারে তেলের দর কমেছে। তাই সব দিক ভেবে- চিন্তেই উৎপাদন শুল্ক কমানোর পথে হেঁটেছে কেন্দ্র।

উল্লেখ্য, বুধবার থেকে এই শুল্ক হ্রাস কার্যকর হওয়ায় রাজস্ব আদায় প্রায় ২৬,০০০ কোটি টাকা কম হবে বলে কেন্দ্রের দাবি। কিন্তু তা সত্ত্বেও তেলের দামে কিছুটা স্বস্তি দিতেই শুল্ক কমানো হয়েছে বলে জানান প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE