খুচরোর পরে স্বস্তি দিল পাইকারি বাজারও। গত মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার নেমে হয়েছিল ১.৫৫%। বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিসংখ্যানে প্রকাশ, পাইকারি বাজারে জুনের পরে জুলাইয়েও পণ্যের দাম কমেছে। মূল্যবৃদ্ধির হার শূন্যের নীচে ০.৫৮% (-০.৫৮%)। যা দু’বছরে সর্বনিম্ন। খাদ্যপণ্য এবং জ্বালানি সস্তা হওয়াই যার প্রধান কারণ। বিশেষজ্ঞদের একাংশের অবশ্য দাবি, গত বছরের একই সময়ের চড়া হারের নিরিখে হিসাব এ বারের হার এতটা কমিয়েছে। সে বার জুলাইয়ে তা ছিল ২.১০%। উঁচু ভিতের সুবিধা সরে গেলেই অগস্ট থেকে ফের কিছুটা মাথা তুলবে পাইকারি দর। তার উপর মরসুমগত দাম বৃদ্ধিও বহাল থাকার আশঙ্কা। একাংশের মতে, দেশ জুড়ে ভারী বর্ষা আনাজ-সহ পচনশীল খাবারের দামকে ঠেলে তুলতে পারে।
খাদ্যপণ্যের পাইকারি মূল্যবৃদ্ধি শূন্যের নীচে ৬.২৯% নেমেছে। জুনে মূল্যহ্রাস হয়েছিল ৩.৭৫%। আনাজের দাম কমেছে ২৮.৯৬%, জ্বালানি এবং বিদ্যুতেরও ২.৪৩% কম। তবে কারখানায় তৈরি পণ্যের মূল্যবৃদ্ধির হার কিছুটা বেড়ে ২.০৫% ছুঁয়েছে। এমনিতে আরবিআই সুদের হার স্থির করতে খুচরো মূল্যবৃদ্ধিতে চোখ রাখে। তবে আশা, পাইকারি দাম সস্তা হলে আগামী দিনে খুচরোয় তারছাপ পড়বে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)