কৃত্রিম মেধাকে (এআই) কাজে লাগিয়ে তৈরি ভুয়ো ছবি বা ভিডিয়ো মারফত প্রতারণা বাড়ছে বলে অভিযোগ। এই আবহে বিভিন্ন ক্ষেত্রে তার সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে তা পরিচালনার কাঠামো গড়ল কেন্দ্র।
বুধবার তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন জানান, এআই-এর নিরাপদ ও দায়িত্বপূর্ণ ব্যবহার জরুরি। সে জন্য তাকে নির্দিষ্ট পথে পরিচালনা করতেই কাঠামো তৈরি করা হয়েছে। সরকারের নিয়ম-নীতিগুলি মাথায় রেখে আনা হয়েছে সেটি। যাতে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সকলে সতর্ক হন এবং ক্ষতির বদলে তা সকলের উপকার করে। কৃষ্ণনের বার্তা, আপাতত এআই-কে সঙ্গে নিয়ে চলার ভাবনা রয়েছে। প্রয়োজনে তা নিয়ন্ত্রণও করবে সরকার।
সচিব জানান, মূলত দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি— এই তিন ভাগে ভাগকরে পদক্ষেপ করা হয়েছে। সাতটি নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে কাঠামো। এর মধ্যে উল্লেখযোগ্য— বিভিন্ন ধরনের বিষয়ের ভার দিয়ে একাধিক কমিটি তৈরি করা। সামগ্রিক নীতি নির্ধারণের জন্য হয়েছে একটি কমিটি। কোন পথে এগোনো হবে, সেই পরিকল্পনা করবে প্রযুক্তি ও নীতির বিশেষজ্ঞ কমিটি। ঝুঁকির পর্যালোচনা করবে এবং আন্তর্জাতিক প্রবণতা খতিয়ে দেখবে এআই সেফটি প্রতিষ্ঠান। এ ছাড়াও, নানা ক্ষেত্রে এআই-এর ব্যবহার এবং তার হাত ধরে তৈরি হওয়া সমস্যা মেটাতে ক্ষেত্র ভিত্তিক আলাদা দল গড়া হবে।
এআই ব্যবহার করলে কী সমস্যা এবং ঝুঁকির মুখ পড়তে হতে পারে, আগামী দিনে তা জানানোর ব্যবস্থা আনবে কেন্দ্র। একে ছোট শিল্পের কাজে লাগানোর চেষ্টাও করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)