অবশেষে রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার সংস্থা পবনহংস বিলগ্নিকরণের জন্য ক্রেতা পেল কেন্দ্র। এর আগে একাধিকবার এ জন্য দরপত্র চাওয়া হলেও তাতে সাড়া মেলেনি। শুক্রবার অর্থ মন্ত্রক জানিয়েছে, সংস্থাটিতে সরকারের ৫১% কিনছে স্টার-৯ মোবিলিটি। এ জন্য ২১১.১৪ কোটি টাকা দেবে তারা। নেবে ম্যানেজমেন্টের রাশও। উল্লেখ্য, পবনহংসের বাকি ৪৯% রয়েছে রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-র হাতে।
১৯৮৫ সালে তৈরি পবনহংস ওএনজিসি-র তেল ক্ষেত্র খোঁজা ও উত্তর-পূর্ব ভারতে হেলিকপ্টার পরিষেবা দেয়। হাতে রয়েছে ৪২টি হেলিকপ্টার। লোকসানে চলা সংস্থাটির বিলগ্নির জন্য ২০১৬ সালে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পরে ২০১৭, ২০১৯ এবং ২০১৯ সালে তিনবার সরকারের তরফে আগ্রহপত্র চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত ২০২০ সালে করোনার মধ্যে নতুন করে দরপত্র চায় কেন্দ্র। বদলানো হয় কিছু শর্তও। ন্যূনতম দর ধার্য করা হয় ১৯৯.৯২ কোটি টাকা। তার পরে সাতটি সংস্থা আগ্রহ দেখায় এবং চারটিকে প্রাথমিক ভাবে বাছা হয়। এর মধ্যে তিনটি দরপত্র দেয়।
আজ অর্থ মন্ত্রক জানিয়েছে, স্টার-৯ মোবিলিটি ছাড়াও দু’টি দরপত্রের অঙ্ক ছিল ১৮১.০৫ কোটি ও ১৫৩.১৫ কোটি টাকা। আলোচনার পরে বিগ চার্টার, মহারাজা এভিয়েশন এবং আলমাস গ্লোবাল অপারচুনিটি ফান্ডের জোট স্টার-৯ মোবিলিটির প্রস্তাবেই সায় দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী ও বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রিগোষ্ঠী। পরবর্তী ধাপে সংস্থাটিকে পবনহংস কেনার চিঠি পাঠানো হবে।